কলকাতা: ছোট পর্দা থেকে বড় পর্দা। বলিউড থেকে টলিউড। বিনোদন জগতের হাল হকিকত জেনে নিতে পারবেন একসঙ্গে। চোখ বুলিয়ে নিন আজকের সেরা বিনোদনের খবরগুলিতে (Top Entertainment News Today)।
'কিশমিশ' ছবির নতুন গান-
আগামী ২৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে টলিউড তারকা দেবের (Dev) নতুন ছবি 'কিশমিশ' (Kishmish)। রুক্মিণী মৈত্রর সঙ্গে জুটি বেঁধে এক ভিন্ন স্বাদের ছবি নিয়ে আসছেন অভিনেতা। আর ছবি মুক্তির আগে নেট মাধ্যমে মুক্তি পেল এই ছবির নতুন গান 'কান্না' (Kanna)। মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই গানের ভিউ নজর কাড়ছে।
'দ্য আর্চিস' ছবির শ্যুটিং শুরু-
শ্যুটিং শুরু হল পরিচালক জোয়া আখতারের (Zoya Akhtar) নতুন ছবি 'দ্য আর্চিস'-এর (The Archies)। এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখবেন শাহরুখ খান ও গৌরী খানের মেয়ে সুহানা খান (Suhana Khan), অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দা (Agastya Nanda) এবং বনি কপূর ও শ্রীদেবীর মেয়ে খুশি কপূর (Khushi Kapoor)।
সোনা জয় মাধবন পুত্র বেদান্তের-
একের পর এক পদক জয়। সাঁতারে দেশের নাম উজ্জ্বল করছে অভিনেতা আর. মাধবন (R Madhavan) পুত্র বেদান্ত (Vedaant Madhavan)। গতকালই কোপেনহেগেনে অনুষ্ঠিত ড্যানিশ ওপেন সুইমিং ২০২০-এ রুপোর পদক জেতে। আর আজ পুরুষদের ৮০০ মিটার ফ্রি স্টাইল বিভাগে সোনা জিতে নিয়েছে বেদান্ত। ছেলের সোনা জয়ে গর্বিত বাবা মাধবন নিজের অনুভূতি প্রকাশ করলেন নেট মাধ্যমে।
ফটোশ্যুটে ব্যস্ত 'হবু মা' সোনম-
মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী সোনম কপূর (Sonam Kapoor)। দিন কয়েক আগেই সেই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সোনম ও তাঁর স্বামী আনন্দ আহুজা (Anand Ahuja)। এবার শেয়ার করলেন তাঁর প্রেগন্যান্সি ফটোশ্যুটের (Pregnancy Photoshoot) ছবি। সোনম কপূরের 'প্রেগন্যান্সি ডায়েরিজ'-এর অন্দরের ছবি প্রকাশ্যে। কালো কাফতানে নজর কাড়লেন অভিনেত্রী। বেবি বাম্প দেখিয়ে একাধিক পোজে তুললেন ছবি।
আরও পড়ুন - Debina Bonnerjee Birthday: বাঙালি কন্যা দেবিনা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে এই তথ্যগুলো জানা আছে?
খুশির খবর দিলেন করিশ্মা কপূর-
এদিন বলিউড অভিনেত্রী করিশ্মা কপূর তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন। তাঁর আগামী ছবি 'ব্রাউন- দ্য ফার্স্ট কেস'-এর (Brown) ঘোষণা করেছেন তিনি। নতুন ছবির ক্ল্যাপারবোর্ডের সঙ্গে ছবি পোস্ট করে তিনি লেখেন, 'নতুন শুরু 'ব্রাউন'। ছবিটি পরিচালনা করছেন অভিনয় দেও। জানা গিয়েছে, অভীক বড়ুয়ার লেখা বই 'সিটি অফ ডেথ'-এর উপর নির্ভর করে তৈরি হবে ক্রাইম ড্রামা 'ব্রাউন'। দীর্ঘদিন পরে পর্দায় করিশ্মা কপূরের কামব্যাকে খুশি অন্যান্য তারকারাও।
দেবিনাকে জন্মদিনের শুভেচ্ছা গুরমিতের-
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা গুরমিত চৌধুরি। প্রত্যেকটি ছবিই স্ত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপনের। কোনও ছবিতে দেখা যাচ্ছে তিনি কেক কাটছেন। আবার কোনও ছবিতে স্ত্রীকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন গুরমিত। ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, 'শুভ জন্মদিন জানাই আমার গোটা বিশ্বকে। আমার প্রথম ভালোবাসা। আমার স্ত্রী। আর এখন আমার সন্তানের মা। একসঙ্গে জীবনের এত পথ পেরিয়ে আসার জন্য অন্যরকম অনুভূতি হচ্ছে। প্রতিটা পদক্ষেপই নতুন স্মৃতি তৈরি করছে। ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমার জন্য দেবিনাকে বেছে নেওয়ার জন্য।'
আরসিবি-র জৈব সুরক্ষা বলয়ে আজ 'মুভি নাইট'-
আইপিএল চলছে। তারই মধ্যে খানিক হালকা মেজাজে টিম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। তাঁদের বায়ো বাবলে আজ দেখানো হবে ব্লকবাস্টার 'কে জি এফ: চ্যাপ্টার ২'। বিশেষ স্ক্রিনিং হবে সেখানে। দলের অফিসিয়াল টিমের ট্যুইটার হ্যান্ডলে এদিন বিশেষ স্ক্রিনিংয়ের কথা ঘোষণা করে প্রস্তুতির ছবি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, 'আজ রাতে আরসিবি-র বায়ো বাবলে কে জি এফ চ্যাপ্টার ২-এর বিশেষ প্রদর্শনী এবং ব্লকবাস্টার এই ছবির জন্য আমরা সকলে তৈরি! রইল অন্দরের কিছু ছবি। আরও আসছে...'
৫০০ কোটি পার করল 'কেজিএফ: চ্যাপ্টার ২'-
প্রশান্ত নীল (Prashanth Neel) পরিচালিত 'কে জি এফ: চ্যাপ্টার ২' (KGF: Chapter 2) এখন দেশজুড়ে বক্স অফিসে ঝড় তুলেছে। ১৪ তারিখে মুক্তির পর থেকেই দুর্দান্ত ব্যবসা করছে এই ছবি। এর মধ্যে গত চারদিনে গোটা বিশ্বে ৫৪৬ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। এই সিনেমার চাহিদা এতই বাড়ছে যে ধীরে ধীরে শোয়ের সংখ্যাও বাড়ানো হচ্ছে।
মা-বাবার বিবাহবার্ষিকী পালন গুরমিত চৌধুরির-
১৮ এপ্রিল তারিখটা ছোট পর্দায় জনপ্রিয় অভিনেতা গুরমিত চৌধুরির কাছে দ্বিগুন খুশির দিন। একইসঙ্গে স্ত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপন করছেন। তারই সঙ্গে আজই তাঁর বাবা-মায়ের বিবাহবার্ষিকীও। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মা-বাবার বিবাহবার্ষিকী উদযাপনের নানা ছবি শেয়ার করে নিয়েছেন। চলছে কেক কাটার পর্ব। মা-বাবাকে কেক খাইয়ে দিচ্ছেন অভিনেতা। মা-বাবার বিবাহবার্ষিকীর নানা ছবি শেয়ার করে গুরমিত চৌধুরি লিখেছেন, 'শুভ বিবাহবার্ষিকী মা-পা।'
পান্তা ভাতে মজলেন অনুষ্কা-
আর কিছুদিনেই দেশের বড় বড় ক্রিকেট স্টেডিয়াম গুলিতে বিভিন্ন খেলার দৃশ্যের শ্যুটিং শুরু করতে চলেছেন তিনি। আর এমন সময়ে হাঁসফাঁস গরম কমাতে অভিনেত্রী মুখে তুললেন বাঙালির প্রিয় ঠান্ডা পান্তা ভাত। সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় তাঁর দুপুরের খাবারের এক ঝলক পোস্ট করলেন অভিনেত্রী। দেখা গেল পাতে রয়েছে পান্তা ভাত। সঙ্গে অন্যান্য খাদ্যদ্রব্যও রয়েছে। যেমন আলুর চোখা, বেগুন ভাজা, বড়া, পেঁয়াজ, লঙ্কা। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'পান্তা ভাত'।
প্রকাশ্যে অনিল-হর্ষবর্ধনের 'থর' ছবির ট্রেলার-
রাজ সিংহ চৌধুরীর পরিচালনায় একই ছবিতে কাজ করতে চলেছেন অনিল কপূর ও হর্ষবর্ধন কপূর। রাজস্থানের এক অ্যান্টিক ডিলারের চরিত্রে দেখা যাবে হর্ষবর্ধনকে। রাজস্থানের প্রত্যন্ত গ্রামে একের পর এক নৃসংশ হত্যার ঘটনা থেকে তাঁর সফর শুরু। স্থানীয় পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে অনিল কপূরকে। নাম সুরেখা সিংহ। তিনি এই হত্যালীলার তদন্তভার নেবেন এবং এই ডিলারের ওপর সন্দেহ পড়বে তাঁর।