কলকাতা: আজ থেকে শুরু হল আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival)। অনুষ্ঠানের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুক্তির আগে থেকেই বেশ সাড়া ফেলেছিল বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) পরিচালিত 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে তৈরি এই ছবি তৈরি করে রাজনৈতিক চাপানউতোরও। এবার 'দ্য কাশ্মীর ফাইলস' মুক্তি পেতে চলেছে ওটিটিতে (OTT Release)। দিনভর আজ বিনোদন জগতে নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন।


 


বড়পর্দা কাঁপিয়ে এবার ওটিটিতে 'দ্য কাশ্মীর ফাইলস'


আগামী ১৩ মে অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, ভাষা সাম্বলি, দর্শন কুমার (Anupam Kher, Mithun Chakraborty, Pallavi Joshi, Bhasha Sumbli, Darshan Kumaar) অভিনীত এই ছবি মুক্তি পেতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে। হিন্দি (Hindi), তামিল (Tamil), তেলুগু (Telugu) ও কন্নড় (Kannad) ভাষায় দেখা যাবে ছবিটি। এই ছবির ব্যাপারে অভিনেতা অনুপম খের বলেন, ''দ্য কাশ্মীর ফাইলস' হল এমন একটি ঘটনার চিত্রণ যা আমাদের মানুষের সঙ্গে ঘটেছিল, বেশ কয়েক বছর আগে এবং এখনও অনেকের কাছে যা জানা নেই। বিবেক এবং অন্যান্য কলাকুশলীরা এই প্রকল্পে যে সততার সঙ্গে কাজ করেছেন তার সাক্ষ্য এই ছবির সাফল্য।'


 


'অন্তর্জাল' ছবিতে ফের একসঙ্গে টলি-জুটি


ফের বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee)। ছবির নাম 'অন্তর্জাল' (Antarjaal)। সাসপেন্স ড্রামা (suspense drama) ঘরানার এই ছবি। পরিচালনার দায়িত্বে প্রার্জুন মজুমদার (Prarjun Majumder)। টলিউডের অন্যতম জনপ্রিয় 'রিয়েল লাইফ' জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। তাঁদের ফের একসঙ্গে দেখা যাবে ছবিতে। এবার সাসপেন্স ড্রামা ঘরানার ছবি 'অন্তর্জাল'। প্রার্জুন মজুমদারের পরিচালনায় ছবির প্রযোজনার দায়িত্বে পাণ্ডে মোশন পিকচার্সের ব্যানারে মুকেশ পাণ্ডে। ছবির স্ক্রিনপ্লে লিখেছেন অনুভব ঘোষ। এই ছবি বলবে লহরীর গল্প। সে পেশায় একজন লেখিকা। তাঁর স্বামী অপূর্ব। সুখের সংসারে ছন্দপতন হয় যখন তাঁদের প্রথম বিবাহবার্ষিকীতে অপূর্ব নিখোঁজ হয়ে যায়। এরপরের ঘটনাগুলো হল অপূর্বকে খোঁজার নিবিড় অনুসন্ধান এবং তাকে খুঁজে বের করার জন্য নিখোঁজ সূত্রে একে একে যোগ করা।


 


অকপট কঙ্গনা


আপাতত 'লক আপ' -এর সঞ্চালিকার ভূমিকায় রয়েছেন কঙ্গনা। সেখানেই বলিউডের 'কুইন' জানান, তিনি তখন খুব ছোট। পাড়ারই একটি ছেলে বিভিন্ন অজুহাতে তাঁকে খারাপ ভাবে স্পর্শ করেছিল বার বার। সেসময় 'খারাপ স্পর্শ' বোঝার বয়স হয়নি তাঁর। শিশু কঙ্গনা বুঝতেও পারেননি, যৌন হেনস্থার শিকার হচ্ছেন তিনি। সেই ছেলেটি তখন বয়ঃসন্ধির দোরগোড়ায়। নিজের যৌনতার ধারাপাত নিয়ে মশগুল। ছোট্ট কঙ্গনার শরীর ঘুরিয়ে ফিরিয়ে দেখে সে পাঠ নিতে চাইত নিভৃতে। বহুবার ভাবলেও সে কথা পরিবারের সঙ্গে ভাগ করে নিতে পারেননি কঙ্গনা। এই ঘটনা যখন শুরু হয় তখন কঙ্গনার বয়স ছিল মাত্র ৬। এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে নায়িকার ১১ বছর বয়স পর্যন্ত। শো-তে এসে কঙ্গনা অকপটে জানান, তাঁকে সেই ছেলেটি ডেকে নিয়ে যেত নিজের ঘরে। তারপর জামা খুলিয়ে নগ্ন শরীর দেখত। সে সবের অর্থ তখন বুঝতে পারেননি অভিনেত্রী। তাঁর বয়সী আরও অনেক ছোট্ট মেয়ের সঙ্গেও একই ঘটনা ঘটে বলে জানান তিনি। তবে সে সব শিশুমনে দাগ কাটে, কিন্তু প্রকাশ্যে আসে না। বড় হয়ে যাওয়ার পর ধীরে ধীরে স্পষ্ট হয়, বোঝা যায়, ঠিক কী হয়ে গিয়েছে।


 


সিনেশিল্পে বিনিয়োগের ডাক মুখ্যমন্ত্রীর


বাংলা সিনেমার সঙ্গে যোগ অর্থনীতিরও। চলচিত্র উৎসবের মঞ্চ থেকে বাংলা সিনেমায় বিনিয়োগের ডাক দিলেন মুখ্যমন্ত্রী। সোমবার আন্তর্জাতিক কলকাতা চলচিত্র উৎসবের (Kolkata International Film Festival) উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের চলচিত্র উৎসবে পার্টনার কান্ট্রি (Partner Country) ফিনল্যান্ড (Finland)। সেদেশের সাতটি সিনেমা এসেছে এবারের আন্তর্জাতিক কলকাতা চলচিত্র উৎসবে। বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই ফিনল্যান্ডকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। ব্রিটেন (UK) থেকে আসা প্রতিনিধিদেরও ধন্যবাদ জানান তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য়ের একটি বড় অংশ জুড়ে ছিল স্মরণ। একাধিক চলচিত্র শিল্পী এবং গায়ক যাঁরা মারা গিয়েছেন তাঁদের স্মরণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। আন্তর্জাতিক কলকাতা চলচিত্র উৎসবের মঞ্চ থেকে বিনিয়োগের ডাকও দেন মুখ্য়মন্ত্রী। বাংলার টেলিশিল্প এবং সিনেমা শিল্পে বহু সম্ভাবনা রয়েছে। সেই কারণে এই শিল্পে বিনিয়োগ করার ডাক দেন মুখ্যমন্ত্রী। আন্তর্জাতিক কলকাতা চলচিত্র উৎসবের বিশেষ অতিথি শত্রুঘ্ন সিনহার উদ্দেশ্যেও বার্তা দেন তিনি। বলিউডের সঙ্গে কথা বলার বার্তাও দেন তিনি।  


আরও পড়ুন: Modern Love Mumbai: ৬ পরিচালক, ৬ প্রেমকাহিনি, আসছে 'মডার্ন লভ মুম্বই', জানুন বিস্তারিত


 


সদ্যোজাতকে কোলে নিয়ে প্রথম ছবি পোস্ট 'নতুন মা' ভারতী সিংহের


সদ্য মা হয়েছেন কমেডিয়ান ও টেলিভিশন সঞ্চালিকা ভারতী সিংহ (Comedian and television host Bharti Singh)। গত ৩ এপ্রিল ফুটফুটে ছেলের জন্ম দিয়েছেন ভারতী ও হর্ষ (Haarsh Limbachiyaa)। সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি শেয়ার করেছেন ভারতী। খুদেকে কোলে নিয়ে মিষ্টি ছবি শেয়ার করেছেন প্রথমবার। চলতি মাসের শুরুতেই ভারতী সিংহের কোল আলো করে এসেছে খুদে সম্রাট। পুঁচকের মুখ দেখা না গেলেও ছেলেকে নিয়ে প্রথম ছবি পোস্ট করলেন 'লাফটার ক্যুইন'।  স্নিগ্ধ অভিব্যক্তি সদ্য মা হওয়া ভারতীর। ছবিতে তাঁর মুখে ধরা পড়েছে প্রশান্তি। বাচ্চাকে বুকে আগলে ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখলেন 'লাইফ লাইন'। 


 


শ্যুটিং শুরু 'ফাটাফাটি'-র


এপ্রিলের শেষে প্রচন্ড গরমে যখন কার্যত কাহিল কলকাতা, তখন জোরকদমে শুরু হল 'উইন্ডোজ'-এর নতুন ছবির শ্যুটিং। 'ফাটাফাটি'। অরিত্র মুখোপাধ্যায় পরিচালনায় এই ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhori Chakraborty) ও আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)। এই ছবির হাত ধরে দ্বিতীয়বার জুটি বাঁধছেন দুই অভিনেতা ও প্রযোজনা সংস্থা। ঋতাভরীর সঙ্গে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' এবং আবীরের সঙ্গে 'মনোজদের অদ্ভুত বাড়ি' ছবির পর এই দ্বিতীয়বার উইন্ডোজ জুটি বাঁধছে। আজ শুরু হল এই ছবির শ্যুটিং। উইন্ডোজ-এর তরফ থেকে ক্ল্যাপস্টিকের ছবি শেয়ার করে 'ফাটাফাটি'-র শ্যুটিং শুরু করার কথা জানানো হয়েছে। ঋতাভরী ও আবির ছাড়াও এই ছবিতে রয়েছেন স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। 'উইন্ডোজ' (Windows)-এর ঘরে এই প্রথম কাজ স্বস্তিকার।