কলকাতা: আজ মাতৃদিবস উপলক্ষে নেট দুনিয়ায় নিজের মায়ের সঙ্গে ছবি শেয়ার করে স্মৃতিচারণায় মেতে রয়েছেন টলিউড থেকে বলিউডের তারকারা। এছাড়াও বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? একনজরে দেখে নিন সেরা খবরগুলি (Top Entertainment News Today)।


অনুরাগীদের সঙ্গে 'ভুল ভুলাইয়া ২' ছবির গানে পা মেলালেন কার্তিক আরিয়ান-


আপাতত নিজের আগামী ছবি 'ভুল ভুলাইয়া ২'-এর প্রচারে ব্যস্ত কার্তিক আরিয়ান। শ্রোতারাও মন দিয়েছেন নতুন ছবির নতুন টাইটেল ট্র্যাককে। এই রেশের মধ্যেই সম্প্রতি এক কাণ্ড ঘটালেন অভিনেতা। মুম্বইয়ের একের পর এক চারটি ভিন্ন নাইটক্লাবে হাজির হন কার্তিক। স্বাভাবিকভাবেই প্রিয় তারকাকে সামনে পেয়ে অনুরাগীদের উচ্ছ্বাস বাঁধ মানছিল না। সেখানে গিয়ে সদ্য মুক্তিপ্রাপ্ত গানে অনুরাগীদের সঙ্গে পা মিলিয়েছেন কার্তিক আরিয়ান। এমনই বেশ কিছু ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীদের সঙ্গে গানের 'জিগজ্যাগ স্টেপ' থেকে শুরু করে সেলফি তোলা, সবই করতে দেখা যাচ্ছে অভিনেতাকে।


'আসল' শাহরুখ কোন জন?


প্রথম দর্শনেই ছবি দেখে চমকেছেন? কিছুটা বিস্ময়ও গ্রাস করছে? ভাবছেন এ আবার হয় না কি! নিশ্চয়ই ফটোশপড (Photoshopped) নয়তো কোনও কারসাজি রয়েছে! কিন্তু এর কোনটিই নয়। বরং এই ছবি ও ছবিকে ঘিরে যে ঘটনা রয়েছে তা বাস্তবিকই। অবাক হলেও এমনটাই হয়েছে। ছবিটি দেখলে মনে হচ্ছে শাহরুখের (Shahrukh Khan) যমজ (Doppelganger) ভাই। কিন্তু যাকে ঘিরে এই কাহিনী তিনি একেবারেই সাধারণ ঘরের ছেলে। বরং শাহরুখের মতো দেখতে হয়েই বিপত্তিতে ফেঁসেছেন একাধিকবার।  শাহরুখের মতো এর আগে সেজেছেন অনেকেই। কিংখানের গলার নকল করেছেন অনেকেই। কিন্তু তাই বলে একেবারে একই রকম দেখতে? বিস্ময় জাগে বৈকি! সম্প্রতি সেই ব্যক্তি অর্থাৎ শাহরুখ 'যমজ' ইব্রাহিম কাদ্রির গল্প প্রকাশ্যে এনেছে 'Humans of Bombay' নামক একটি সোশাল মিডিয়ার পেজ। শাহরুখের মতো দেখতে হয়ে সুখের বদলে বারংবর নানা ঘটনার সম্মুখীন হতে হয়েছে তাঁকে। 


মাতৃ দিবসে সোশ্যাল মিডিয়া ভাসল 'তারকা' সন্তানদের শুভেচ্ছায়-


আজ আন্তর্জাতিক মাতৃ দিবস (Mother's Day)। মায়েদের উদযাপন (celebration) করার দিন। সন্তানদের কাছে মা-ই তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ নারী। সুখে, দুঃখে, যেকোনও পরিস্থিতিতে যে মানুষটা সবসময় নিজের কথা না ভেবে সন্তানের কথা ভাবেন, তিনি মা। আর আজ গোটা সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে মায়েদের জন্য পোস্টে। মায়ের সঙ্গে বড়বেলার ছবি হোক বা ছোটবেলার ছবি। কেউ পোস্ট করলেন মজার ভিডিও তো কেউ মজার ছবি, কেউ আবার মায়েদের মজার উক্তি তুলে ধরলেন ফেসবুকে। আর এই উৎসবে হাজির তাবড় টলি সেলেব্রিটিরাও। 


আরও পড়ুন - Mother's Day 2022: মাতৃদিবসে মায়ের যন্ত্রণার দিক প্রকাশ্যে আনলেন ভাস্বর চট্টোপাধ্যায়


বিশ্বে ১১০০ কোটির গণ্ডি পার করল 'কেজিএফ: চ্যাপ্টার ২'-


গোটা বিশ্বে অর্থাৎ গ্লোবাল বক্স অফিসে (Global Box Office) 'কেজিএফ: চ্যাপ্টার ২' ১,১০০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে গেছে। বিশ্বে এই পরিমাণে ব্যবসা করার তালিকায় ভারতীয় ছবি হিসাবে চতুর্থ স্থানে পৌঁছল 'কেজিএফ: চ্যাপ্টার ২'। এর আগে রয়েছে আমির খানের 'দঙ্গল', রাজামৌলির 'বাহুবলী ২: দ্য কনক্লুশন' ও 'আর আর আর'।  ট্যুইটারে পোস্ট করে ৭ মে অর্থাৎ ছবির ব্যবসার পরিসংখ্যান দিয়েছেন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি ট্র্যাকার মনোবালা বিজয়বালান। প্রত্যেক সপ্তাহে কত করে ব্যবসা করেছে এই ছবি? প্রথম সপ্তাহে ৭২০.৩১ কোটি, দ্বিতীয় সপ্তাহে ২২৩.৫১ কোটি, তৃতীয় সপ্তাহে ১৪০.৫৫ কোটি টাকার ব্যবসা করে। চতুর্থ সপ্তাহের প্রথম দিনে ১১.৪৬ কোটি ও দ্বিতীয় দিন অর্থাৎ গতকাল ৮.৯০ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। এযাবৎ বিশ্বজুড়ে মোট আয় ১ হাজার ১০৪.৭৩ কোটি টাকা। 


ভাইরাল আয়ুষ্মান খুরানার 'অনেক' ছবির বিশেষ দৃশ্য-


ট্রেলারের শেষের দিকের একটি নির্দিষ্ট দৃশ্য ভাইরাল হয়েছে বিপুল পরিমাণে। সেই দৃশ্যে খুব সহজ অথচ খুব দৃঢ় কণ্ঠে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন অভিনেতা। কী সেই প্রশ্ন? অভিনেতাকে যা বলতে শোনা যায় তার বাংলা করলে দাঁড়ায়, 'উত্তর ভারতীয় নয়, দক্ষিণ ভারতীয় নয়, পূর্ব ভারতীয় নয়, পশ্চিম ভারতীয় নয়। কেবলমাত্র ভারতীয় কী করে হয় মানুষ?' আর আজকের ভারতে দাঁড়িয়ে এই প্রশ্ন নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। এই প্রশ্ন খুবই প্রাসঙ্গিক বলে মনে করছে নেটমহল। 


নচিকেতার গলায় 'চিনে বাদাম' ছবির নতুন গান-


ইতিমধ্য়েই 'চিনে বাদাম' ছবির অফিশিয়াল পোস্টার ও একটি গান মুক্তি পেয়েছে নেট দুনিয়ায়। যশ এবং এনার জুটির রসায়ন কতটা মন জিতে নিতে পারে, তার অপেক্ষায় দর্শকেরা। আজ এই ছবির নতুন গান মুক্তি পেল। নচিকেতার গলায় 'চিনে বাদাম' ছবির নতুন গান 'কে ডাকে সাড়া দাও' (Ke Dake Sara Dao)। পরিচালক শিলাদিত্য মৌলিকের এই ছবি মুক্তি পাবে আগামী ২৭ মে। 'কে ডাকে সাড়া দাও' গানটি মুক্তি পাওয়ার পরই নেট দুনিয়ায় প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। কমেন্টে ভালোবাসা প্রকাশ করেছেন তাঁরা। কেউ কমেন্টে লিখেছেন, 'নচিকেতা স্যরের গলায় এই গানটা অসাধারণ লাগল। যশ এবং এনাদিক অভিনয়ও ভালো লাগল গানে। সব মিলিয়ে অসাধারণ।' আবার কেউ কমেন্ট করেছেন, 'খুব ভালো গান।' এক নেট নাগরিক কমেন্টে লিখেছেন, 'গানটা শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম।'


অমিতাভ-প্রভাসের 'প্রোজেক্ট কে'-তে যোগ দিলেন এই বলি নায়িকা-


এবার এই ছবির অভিনেতার তালিকায় যোগ হল দিশা পটানির নাম। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলি ডিভা দিশা 'প্রোজেক্ট কে' সংক্রান্ত পোস্ট করেছেন। অভিনেত্রীর পোস্টে দেখা যাচ্ছে একগোছা গোলাপ ফুল রাখা রয়েছে। আর তার সঙ্গে একটি কার্ডে মিষ্টি বার্তা। তাতে লেখা, 'প্রিয় দিশা, 'প্রোজেক্ট কে'-তে তোমাকে স্বাগত। আমাদের টিমে তোমাকে পেয়ে আমরা উত্তেজিত।' অভিনেত্রীকে যেভাবে টিমে স্বাগত জানান হয়েছে, তাতে আপ্লুত দিশার অনুরাগীরাও।


বলিউডে মাধুরী দীক্ষিতের সাফল্যের রহস্য-


মাদার্স ডে উপলক্ষে এক অনুষ্ঠানে টিসকা চোপড়ার সঙ্গে কথাবার্তা বলছিলেন মাধুরী দীক্ষিত। কথাবার্তার মধ্যেই তিনি সেই রহস্য ফাঁস করলেন। জানালেন, কীভাবে তিনি এত বছর ধরে সাফল্যের সঙ্গে বলিউডে কাজ করে চলেছেন। মাধুরী জানান, কেরিয়ারের শুরুর দিকে তিনি নিজেই নিশ্চিত ছিলেন না যে তাঁর সিদ্ধান্ত সঠিক হচ্ছে কিনা। তিনি বলিউডে কাজ করে যাবেন কিনা, সে সম্পর্কেও দ্বিধায় ভুগছিলেন। সেই সময় তাঁর পাশে দাঁড়ান তাঁর মা। মাধুরী বলেন, 'যে সময়ে আমি দ্বিধা দ্বন্দ্বে ভুগছি, সেই সময় মা আমাকে বলেন যে, পরিশ্রম করে যেতে আর মন দিয়ে কাজ করে যেতে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও নিজের মনের কথা শোনার পরামর্শ দেন মা। আমার উপর বিশ্বাস ছিল মায়ের। জীবনের সমস্ত পরিস্থিতিতে আমি মাকে পাশে পেয়েছি।'


মাতৃদিবসে মায়ের যন্ত্রণার দিক প্রকাশ্যে আনলেন ভাস্বর চট্টোপাধ্যায়-


এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে টলিউড অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় নিজের মায়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, 'মাকে নিয়ে লেখার তো অনেক কিছু আছে। মা ভালো রান্না করতে পারত। ভালো গান গাইত। ভীষণ ডিসিপ্লিনড ছিল। অসম্ভব সময় জ্ঞান ছিল। কথা দিয়ে কথা রাখত। কিন্তু মায়ের অনেক গল্প ছিল যেগুলো অনেকেই জানে না। মায়ের থেকেই শোনা।'