কলকাতা: ভারতে আসবেন জাস্টিন বিবার। রণবীর-আলিয়ার সন্তান নিয়ে জল্পনা তুঙ্গে। টলিউডে নতুন ছবির ঘোষণা। হলিউড, বলিউড থেকে টলিউড। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? চোখ বুলিয়ে নিন সেরা খবরগুলি (Top Entertainment News Today)।


শাহরুখের 'ডাঙ্কি' ছবি থেকে সরলেন সিনেমাটোগ্রাফার অমিত রায়-


সাম্প্রতিক সূত্র মারফত খবর, ডিওপি অমিত রায় 'ডাঙ্কি'র কাজ ছেড়েছেন কারণ পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে তাঁর মত পার্থক্য হচ্ছে। এই ব্যাপারে এক সাক্ষাৎকারে অমিত রায় বলেন, 'হ্যাঁ, আমি 'ডাঙ্কি' করছি না আর। ১৮-১৯ দিন ছবির শ্যুটিং করেছি, তারপর ছেড়েছি। রাজু হিরানির সঙ্গে আমার কিছু জিনিসে মত পার্থক্য হচ্ছে। একই দৃষ্টিকোণ থেকে আমরা ছবিটাকে দেখতে পারছি না। তবে আমি জানাতে চাই যে বিচ্ছেদটি খুব বন্ধুত্বপূর্ণ ছিল। আমরা দুজনে একসঙ্গে বসি এবং তারপর আমি কাজটা ছাড়ি। সত্যি বলতে, আমি গোটা ব্যাপারটা সংঘর্ষের পর্যায়ে যাক চাইনি।'


রণবীর-আলিয়ার সংসারে কি যমজ সন্তান আসছে?


সম্প্রতি বহু প্রতীক্ষিত ছবি 'শামশেরা'র প্রচারে এক সাক্ষাৎকারে রণবীর কপূরকে তাঁদের সন্তানের প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়। তখনই খোলাখুলি উত্তর দিলেন অভিনেতা। তাঁকে দুটি সত্য আর একটি মিথ্যে কথা বলতে বলা হয়। সেই প্রশ্নের উত্তরে রণবীর কপূর বলেন, 'আমার যমজ সন্তান আসতে চলেছে। আমি বড় একটি মাইথোলজিকাল ছবির অংশ হতে চলেছি। আমি কাজ থেকে দীর্ঘ বিরতি নিতে চলেছি।' অভিনেতার এই মন্তব্যের পরই জল্পনা ছড়ায় যে, তাহলে কি রণবীর আলিয়ার সংসারে যমজ সন্তান আসতে চলেছে! ফের তাঁকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে রণবীর বলেন, 'কোনও বিতর্ক তৈরি করবেন না। আমাকে তিনটি কথা বলতে বলা হয়েছিল। দুটো সত্যি আর একটা মিথ্য কথা বলতে বলা হয়। আমি বলেছি। এবার, কোনটা দুটো সত্যি আর কোনটা মিথ্যে, তা বলব না।'


মাদক কাণ্ডের পর এবার এই কাজ করতে দেখা গেল আরিয়ান খানকে-


সম্প্রতি নেট দুনিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, কোনও একটি নাইট ক্লাবে পার্টিতে মেতে রয়েছেন আরিয়ান খান। বন্ধুদের সঙ্গে পার্টিতে আরিয়ান খানকে মাস্ক পরা অবস্থাতে দেখা যায়। তবে, তিনি ড্রিঙ্ক নেওয়ার সময় মাস্ক খোলেন। 


আরও পড়ুন - Adnan Sami: বলিউড ছাড়লেন আদনান সামি?


বৃন্দাবনে 'কার্তিকেয়া ২'-র টিজার লঞ্চে নিখিল-অনুপমরা-


নিখিল সিদ্ধার্থ, অনুপম খের এবং অনুপমা পরমেশ্বরন ভগবান কৃষ্ণের আশীর্বাদ নিয়ে ইস্কন, বৃন্দাবনে 'কার্তিকেয়া ২'-এর হিন্দি টিজার লঞ্চ করলেন। 'কার্তিকেয়া' এর সিক্যুয়েল  আবারও  একবার দর্শকদের মন জয় করতে প্রস্তুত। ছবিটি উপস্থাপনা করছে পিপল মিডিয়া ফ্যাক্টরি এবং অভিষেক আগরওয়াল আর্টস। এই অতিপ্রাকৃত রহস্য থ্রিলারটি ২০১৪ সালের কার্তিকেয় চলচ্চিত্রের সিক্যুয়েল । এই আসন্ন তেলেগু ভাষার সিনেমাটি ২ টি ভাষায় ডাব করা হয়েছে। ছবিটি লিখেছেন ও পরিচালনা করেছেন চান্দু মন্দেতি। ছবিটি প্রযোজনা করেছেন টিজি বিশ্ব প্রসাদ এবং অভিষেক আগরওয়াল। এই ছবিতে প্রধান অভিনেতা নিখিল সিদ্ধার্থের সঙ্গে দেখা যাবে অনুপমা পরমেশ্বরন, শ্রীনিবাস রেড্ডি, বিভা হর্ষ এবং আদিত্য মেননের মতো অভিনেতাদের। ছবিটির কোরিওগ্রাফি করেছেন কার্তিক ঘট্টমানেনি এবং সঙ্গীত দিয়েছেন কাল ভৈরব।


সমস্ত ইনস্টাগ্রাম পোস্ট মুছলেন, শেষে লেখা 'আলবিদা'! কী হল আদনান সামির?


গায়কের ইনস্টাগ্রাম হ্যান্ডলে চোখ রাখলে দেখা যাচ্ছে, সেখানে একটি পোস্ট ছাড়া আর কোনও পোস্ট নেই। সমস্ত পোস্ট ডিলিট করে দেওয়া হয়েছে। সেখানে একটিই পোস্ট রয়েছে। যেটি একটি মোশন পোস্টারের মতো। তাতে লেখা রয়েছে 'আলবিদা'। আদনান সামির সমস্ত সোশ্যাল মিডিয়া পোস্ট মুছে যাওয়ার পরই নেট দুনিয়ায় অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা গিয়েছে। তাঁরা কমেন্টে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ বলছেন, তাহলে কি সোশ্যাল মিডিয়া ছাড়লেন তিনি? আবার কেউ বলছেন, আদনান সামি কি ইন্ডাস্ট্রি ছাড়লেন? সঠিক কারণটা এখনও পর্যন্ত জানা যায়নি।


ভারতে আসছেন জাস্টিন বিবার, কবে? কোথায়?


সদ্যই জাস্টিন বিবার তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ঘোষণা করেছেন যে, তিনি তাঁর সফর ফের শুরু করছেন। 'জাস্টিন ওয়ার্ল্ড ট্যুর'-এর (Justin World Tour) ঘোষণা করে গায়ক জানিয়েছেন যে, আগামী ১৮ নভেম্বর নয়াদিল্লিতে তিনি শো করবেন। নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে হবে সেই শো। আগামী ৩১ জুলাই থেকে শুরু হচ্ছে জাস্টিন বিবারের 'জাস্টিন ওয়ার্ল্ড ট্যুর'। বিশ্বের নানা প্রান্তে শো করবেন তিনি। ইতিমধ্যেই জনপ্রিয় এই গায়কের শো দেখার জন্য শুরু হয়ে গিয়েছে টিকিট বিক্রি। ভারতেও যে তাঁর শো বেশ হইচই ফেরতে চলেছে, তা আন্দাজ করা যাচ্ছে। বিশেষ করে তাঁর অসুস্থতার পর।


ফের বড় পর্দায় শেহনাজ গিল-


বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, নতুন ছবিতে কাজের সুযোগ পেয়েছেন শেহনাজ গিল। অনিল কন্যা রিয়া কপূরের (Rhea Kapoor) প্রযোজিত ছবিতে থাকতে চলেছেন তিনি। আরও খবর, রিয়া কপূরের স্বামী কর্ণ বুলানি তৈরি করছেন এই ছবি। প্রসঙ্গত, ২০১৮ সালে মুক্তি পায় রিয়া কপূরের প্রযোজিত ছবি 'ভির দি ওয়েডিং'। সেই ছবিতে নারী কেন্দ্রিক বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছিল। পাশাপাশি আধুনিক সম্পর্কও ছিল সেই ছবির মূল বিষয়। রিয়ার আগামী ছবিতেও বিষয় অনেকটা তেমনই থাকতে চলেছে বলে জানা যাচ্ছে। এই ছবিতে শেহনাজ গিল স্ক্রিন শেয়ার করবেন অনিল কপূর, ভূমি পেড়নেকরদের সঙ্গে। চলতি মাসের শেষের দিকেই শুরু হবে শ্যুটিং। ছবির নাম এখনও পর্যন্ত জানা না গেলেও, এই ছবিতে শেহনাজ গিলকে একেবারে ভিন্ন রূপে দেখতে পাওয়া যাবে বলে খবর সূত্রের। 


এবার বিয়ের পিঁড়িতে হৃত্বিক রোশন?


বেশ কিছু মাস ধরেই সম্পর্কে রয়েছেন হৃত্বিক রোশন ও সাবা আজাদ। ফারহান আখতারের বিয়েতে অভিনেতাকে দেখা যায় বাবা-মায়ের সঙ্গে। আবার কর্ণ জোহরের পার্টিতে আসেন সাবার হাত ধরে। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে পারেন দুই তারকা। যদিও এখনও পর্যন্ত হৃত্বিক কিংবা সাবা, কারও পক্ষ থেকেই অফিশিয়ালি কোনও ঘোষণা করা হয়নি।