কলকাতা: মাত্র ৪১ বছর বয়সে প্রয়াত হলেন ভাবিজি ঘর পর হ্যায় খ্যাত অভিনেতা দীপেশ ভান। শামশেরা ছবির প্রথমদিনের বক্স অফিস কালেকশন প্রত্যাশা মতো হল না। অন্যদিকে, টলিউডে মডেল অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারির পরই বিস্ফোরক পোস্ট সুদীপ্তা চক্রবর্তীর। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? বলিউড থেকে টলিউড। একনজরে দেখে নিন সেরা খবরগুলি (Top Entertainment News Today)।


প্রয়াত জনপ্রিয় টেলিভিশন অভিনেতা দীপেশ ভান-


জনপ্রিয় 'ভাবিজি ঘর পর হ্যায়' ধারাবাহিকে দীপেশ ভান মলখান নামক চরিত্রে অভিনয় করতেন। এদিন সকালে ক্রিকেট খেলছিলেন অভিনেতা, সেই সময়েই হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান তিনি। কাছের এক হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয় সঙ্গে সঙ্গে। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।


প্রথমদিন কত টাকার ব্যবসা করল 'শামশেরা'?


এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে রণবীর কপূরের 'শামশেরা' ছবির বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। তাঁর পোস্ট থেকেই জানা যাচ্ছে, প্রত্যাশা মতো প্রথমদিন ব্যবসা করতে পারেনি এই ছবি। মুক্তির দিন এই ছবি ব্যবসা করেছে ১০.২৫ কোটি টাকার। এর পাশাপাশি তরণ আদর্শ আরও একটি পোস্ট করেছেন। যার মাধ্যমে জানা যাচ্ছে, ২০২২ সালে মুক্তি পাওয়া ছবিগুলির মধ্যে প্রথমদিন সবথেকে বেশি ব্যবসা করা ছবির তালিকায় জায়গা করে নিয়েছে 'শামশেরা'। সেই তালিকার শীর্ষে রয়েছে কার্তিক আরিয়ানের 'ভুলভুলাইয়া টু'। এরপর যথাক্রমে 'বচ্চন পাণ্ডে', 'সম্রাট পৃথ্বীরাজ', 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' এবং পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছে 'শামশেরা'।


মীরার সঙ্গে সুইৎজারল্যান্ডে 'DDLJ' মুহূর্ত তৈরি শাহিদের-


এদিন শাহিদ-পত্নী মীরা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিগুলি তাঁদের সুইৎজারল্যান্ড ভ্রমণের। কোথাও তাঁকে দেখা যাচ্ছে, ট্রেনের মধ্যে বসে থাকতে। অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে, শাহরুখ খান ও কাজলের ব্লকবাস্টার হিট ছবি 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে'-র (DDLJ) বিখ্যাত সেই ট্রেনের দৃশ্য। তবে, সেখানে খালি মুখ বদলে গিয়েছে।  শাহরুখ - কাজলের পরিবর্তে সেই দৃশ্য তৈরি করেছেন শাহিদ কপূর ও মীরা রাজপুত। ট্রেনের লাইন ধরে দৌড়োচ্ছেন মীরা। আর শাহিদ কপূর হাত বাড়িয়ে তাঁকে তুলে নিতে যাচ্ছেন। দুজনের মুখেই হাসি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট হতেই কমেন্টের বন্যা বইছে। নেট নাগরিকরা দুজনকে 'রাজ আর সিমরন ২.০' বলে মন্তব্য করেছেন।


'শেহজাদা'র সেট থেকে পোস্ট আপ্লুত কার্তিক আরিয়ানের-


এদিন ছবি পোস্ট করে কার্তিক আরিয়ান লেখেন, 'মাস্টারজির সঙ্গে প্রথম গান। আসলে মাস্টার জি- জি মানে জিনিয়াস।' আপাতত 'শেহজাদা' (Shehzada) ছবির শ্যুটিং করছেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্য়ান্ডল থেকেই সেই খবর নিজেই জানিয়েছিলেন অভিনেতা। শেয়ার করেন বেশ কিছু 'বিহাইন্ড দ্য সিনজ'ও। ছবিতে আরিয়ানের সঙ্গে একাধিক নৃত্যশিল্পীর সঙ্গে দেখা যায় কোরিওগ্রাফার গণেশ আচার্যকে (choreographer Ganesh Acharya)। পরনে চেক শার্ট, বাদামী প্যান্টে কার্তিক পোজ দিয়েছেন ক্যামেরায়। অন্যদিকে গণেশ আচার্যকে দেখা যায় বেইজ টি-শার্ট ও জিনসে।


আরও পড়ুন - Himesh Reshammiya Birthday: কোন বিশেষ কারণে সঙ্গীতজগতে পা রাখেন হিমেশ রেশামিয়া? জানুন অজানা তথ্য


'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালকের আগামী ছবিতে এবার গল্প দেখবেন দর্শকেরা?-


সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের আগামী প্রোজেক্টের কথা প্রকাশ্যে এনেছেন বিবেক অগ্নিহোত্রী। তিনি জানিয়েছেন যে, এবার রুপোলি পর্দায় তিনি নিয়ে আসতে চলেছেন করোনাভাইরাসের বিরুদ্ধে দেশের মানুষের লড়াইয়ের কাহিনি। সাক্ষাৎকারে তিনি বলছেন, 'গত ৬-৭টা মাস ধরে আমি সারা বিশ্বজুড়ে ঘুরছি। আমেরিকা, জার্মানি, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, হাঙ্গেরিতে গিয়েছি। বিশ্বের নানা উন্নত দেশে আমি আর আমার স্ত্রী ঘুরলাম। সেখানে গিয়ে কোভিড আক্রান্তও হলাম। দেখলাম, আরটিপিসিআর টেস্ট কত বেশি খরচ হচ্ছে। কোথাও তার রিপোর্ট আসতে ৪৮ ঘণ্টা থেকে ৭ দিন লেগে যাচ্ছে। অনেক উন্নত দেশেরই পরিচ্ছ্বন্নতার সংস্ক্তি খুব দুর্বল। তারপর আমার মাথায় একটা চিন্তা আসে। কীভাবে আমরা মানে ভারতীয়রা এই কঠিন পরিস্থিতি এত সাফল্যের সঙ্গে পেরিয়ে আসলাম। এখন আমি এসব নিয়ে আরও অনেক চিন্তাভাবনা করছি। বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের দেশকে অনেক সময়ই অনুন্নত দেশ হিসেবে বলা হয়। আর আমাদের দেশই অত্যন্ত সাফল্যের সঙ্গে কোভিড পরিস্থিতি কাটিয়েছে। আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা, আমাদের দেশের বিজ্ঞানীরা, মহিলা বিজ্ঞানীরা এই সময়ে কী কী করেছেন, তার গল্প বলব।'


সাহসী ফটোশ্যুট করে ভাইরাল ব্যাডমিন্টন তারকার অভিনেতা স্বামী-


ঝড় তুলেছিলেন অভিনেতা রণবীর সিংহ (Ranveer Singh)। বলিউডের অন্যতম শীর্ষস্থানীয় অভিনেতার কয়েকটা ছবি নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। সদ্য একটি ম্যাগাজিনের জন্য নগ্ন হয়ে ফটোশ্যুট করেছিলেন রণবীর। এবার যেন তাঁকেই অনুসরণ করলেন বিষ্ণু বিশাল (Vishnu Vishal)। তামিল অভিনেতা নগ্ন হয়ে ছবি তুললেন। পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। আর ক্যামেরার পিছনে রইলেন বিষ্ণুর স্ত্রী। যিনি নিজেও একজন সেলিব্রিটি। ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা (Jwala Gutta)। বিষ্ণু ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, 'স্রোতে গা ভাসালাম। এবং অবশ্যই যখন ফটোগ্রাফার আমার স্ত্রী জ্বালা গুট্টা'। জ্বালা নিজেও বহুবার সাহসী ফটোশ্যুট করেছেন। ব্যাডমিন্টন তারকা লেন্সবন্দি করলেন স্বামীর প্রায় নগ্ন ছবি।


'ম্যাডামকে খুশি রাখতে কী কী করতে হয়'! কেন বললেন দেব?


শনিবার সকালের দিকে একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। সেখানে দেখা গেল ইনস্টাগ্রামের ট্রেন্ডিং শরীরচর্চায় মত্ত তিনি, সঙ্গী তারকা অভিনেতা দেব। এদিনের পোস্টে মজার কমেন্টও করেন দেব। লেখেন, 'ম্যাডামকে খুশি রাখতে আমাদের কী কী না করতে হয়।' অবশ্য তাতে উত্তর দিতে ছাড়েননি 'ম্যাডাম' রুক্মিণী। লিখলেন, 'কারণ আমি তার যোগ্য।'


ধৃত মডেল-অভিনেত্রী অর্পিতা প্রসঙ্গে ফেসবুকে লম্বা পোস্ট সুদীপ্তা চক্রবর্তীর-


শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করেন সুদীপ্তা। তিনি লেখেন, 'ফেসবুকে Meme বানিয়ে, খিল্লি করে, চা-এর কাপে তুফান তুলে হাল্কা আলোচনার বিষয় এটা নয়। বিষয়টা লজ্জ্বার। বিষয়টা রাগের। চোখের সামনে রোজ দেখছি তাজা কিছু ছেলেমেয়েকে অভিনয় শিখে, অভিনয় চর্চা করে, নিজেকে তৈরি করার অক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। কাজ পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজের সম্মান বজায় রেখে। কাজ করছেও, যেটুকু যা পাচ্ছে। এরা তাহলে কী? অভিনেতা নয়? অভিনেত্রী নয়? অন্যায়কে প্রশ্রয় দিয়ে, অন্যায় পথে টাকা রোজগার করে, অন্যায় ভাবে দু একটা বিজ্ঞাপন, সিনেমা বা সিরিয়ালে কাজ পেলেই তিনি মডেল? তিনি অভিনেতা? তিনি অভিনেত্রী?? লজ্জা করছে !! রাগ হচ্ছে !! কত শত ছেলেমেয়েরা পড়াশোনা করে, ট্রেনিং নিয়ে, পরীক্ষা দিয়ে হত্যে দিয়ে পড়ে আছে একটা কাজ পাওয়ার আশায় !!! সরকারি, বেসরকারি, চাকরি বা ফ্রিল্যান্সিং job, যা হোক কিছু --- একটা কাজ, just একটা কাজ, যাতে সম্মানের সঙ্গে কাজ করে কিছু টাকা রোজগার করা যায়। আর সেখানে কোনো একজন মানুষের ১০/১৫ টা বাড়ি... ২১ কোটি টাকা নগদ... বিদেশি মুদ্রা... গয়না ....এই দেশে!!!!! এই রাজ্যে !!!  এই শহরে !!!! এঁরা জনগণের স্বার্থে কাজ করেন ? দেশের স্বার্থে রাজনীতি করেন ? আমাদের দেখে কি সত্যিই মনে হয় আমরা রোজ সকালে breakfast এ ঘাস খাই ???? লজ্জ্বা করছে ! রাগ হচ্ছে ! খুব !!! ** এই পোস্ট তৃণমূল/বিজেপি/সিপিআইএম সংক্রান্ত নয়। এই পোস্টে এসে Whataboutery করবেন না। উত্তর দেব না।' (অপরিবর্তিত)