কলকাতা: বলিউড থেকে টলিউড। বিনোদনের জগরের সেরা খবরগুলি চোখ বুলিয়ে নিন-


কাশ্মীরে পাথরবৃষ্টির মুখে, আহত এমরান! যা বললেন অভিনেতা-


কাশ্মীরে শ্যুটিং করতে গিয়ে এমরান আহত হয়েছেন বলে সোমবার জানায় এএনআই। জানানো হয় যে, পহলগাঁওয়ে শ্যুটিং করছিলেন এমরান। ১৮ সেপ্টেম্বর সন্ধে সওয়া ৭টা নাগাদ প্যাকআপ চলছিল। সেই সময় একজন শ্যুটিং লক্ষ্য করে পাথর ছোড়ে। তাতে এমরানও আহত হয়েছেন বলে জানা যায়। এমনকি পহলগাঁও থানায় সেই নিয়ে এফআইআর দায়ের হয়েছে বলে সামনে আসে। শোনা যায়, অভিযুক্তকে গ্রেফতার করেছে অনন্তনাগ থানার পুলিশ।  কিন্তু এই নিয়ে হই হট্টগোলের মধ্যে মঙ্গলবার সকালে ট্যুইটারে মুখ খোলেন এমরান। তিনি লেখেন, ‘কাশ্মীরের মানুষের কাছে উষ্ণ অভ্যর্থনাই পেয়েছি। শ্রীনগর এবং পহলগাওঁয়ে শ্যুটিং করতে পেরে অত্যন্ত আনন্দিত আমি। পাথরের আঘাতে আমার আহত হওয়ার যে খবর শোনা যাচ্ছে, তা ভুল’।


দ্বিতীয় সপ্তাহান্তের পরও ব্যবসা অব্যাহত 'ব্রহ্মাস্ত্র'র-


ট্রেড অ্যানালিস্টদের দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের এই ছবি প্রথম সপ্তাহান্তের পর দ্বিতীয় সপ্তাহান্তেও দারুণ ব্যবসা করেছে। এখনও পর্যন্ত এই ছবি মোট ব্যবসা করেছে ২১২.৪০ কোটি টাকার। এই ছবির হিন্দি ভার্সন থেকেই আয় হয়েছে এখনও পর্যন্ত ১৮৬.৫০ কোটি টাকা। আর অন্যান্য ভাষা থেকে আয় হয়েছে ২১.৪০ কোটি টাকার। দেশজুড়ে ব্যবসা করা ছাড়াও বিশ্বজুড়েও দারুণ ব্যবসা করছে 'ব্রহ্মাস্ত্র'। মুক্তি পাওয়ার ১০ দিনেক মধ্যেই বিশ্বজুড়ে ৩৬০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি।


কৃতী, রশ্মিকাদের অনেক পিছনে ফেললেন উর্বশী!


এই মুহূর্তে বলিউড তারকাদের মধ্যে ইনস্টাগ্রামে সবথেকে বেশি ফলোয়ার্স রয়েছে উর্বশী রাউতেলার (Urvashi Rautela Instagram)। তিনি হেলায় পিছনে ফেলেছেন দিশা পাটানি, কৃতী শ্যানন, সলমন খান, হৃত্বিক রোশন, কিয়ারা আডবাণী, কার্তিক আরিয়ান, রণবীর সিংহদের। উর্বশীর পরের স্থানেই রয়েছে দিশা। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার্সের সংখ্যা ৫৩.৬ মিলিয়ন। ৫৬ মিলিয়ন ফলোয়ার্স নিয়ে দিশাকে টপকে গিয়েছেন উর্বশী।


আরও পড়ুন - Doctor G Trailer: স্ত্রীরোগ বিশেষজ্ঞর ভূমিকায় আয়ুষ্মান খুরানা, প্রকাশ্যে 'ডক্টর জি' ট্রেলার


মা হতে চলেছেন? সত্যিটা জানালেন গওহর খান-


২০২০ সালে নামী সঙ্গীত পরিচালক ইসমাইল দরবার পুত্র জায়েদ দরবারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন গওহর খান। ২৫ ডিসেম্বর শুরু করেন তাঁরা নতুন জীবন। সোশ্যাল মিডিয়াতেও তাঁদের রসায়ন নজর কাড়ে। গওহর এবং জায়েদের বিয়ের পর থেকেই তাঁর সন্তান আসার গুঞ্জন শোনা যাচ্ছি বিভিন্ন মাধ্যমে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মাতৃতিব নিয়ে নিজের মত দিলেন গওহর। তিনি বলেন, 'আমি অবশ্যই মা হতে চাই। মা হওয়ার অপেক্ষায় রয়েছি। আশা করছি খুব শীঘ্রই তেমন কিছু ঘটবে। আমি কখনও কোনও কিছু নিয়েই পরিকল্পনা করি না। জানি, যখন যেটা হওয়ার, তখন সেটাই হবে। এমন নয় যে, আমি আর জায়েদ ঠিক করেছি এক বছর পর, কিংবা দু বছর পর সন্তান নেব। আমাদের মধ্যে তেমন কোনও কথাবার্তাও হয়নি। যখন যা হওয়ার তখনই হবে।'


ছেলের কী নাম রাখলেন সোনম কপূর?


এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে স্বামী, সন্তানের সঙ্গে ছবি পোস্ট করলেন সোনম কপূর। সঙ্গে লিখেছেন, 'শক্তির চেতনা, যা আমাদের জীবনে মানে খুঁজে দেয়। হনুমান ও ভীমের শক্তি যার মধ্যে বর্তমান। যে পবিত্র ও চেতনায় ভরপুর ও জীবনদায়ী। সেই বায়ু কপূর আহুজার জন্য সকলের কাছে আশীর্বাদ চেয়ে নিচ্ছি। হিন্দু পূরাণ অনুযায়ী বায়ু হল পঞ্চভূতের একটি। তিনি শ্বাস প্রশ্বাসের দেবতা। হনুমান, ভীম এবংমাধবের আধ্যাত্মিক পিতা। তার সঙ্গে অত্যন্ত শক্তিশালী। তিনি একদিকে যেমন জীবনদান করেন। তেমন একইসঙ্গে প্রাণ কেড়েও নিতে পারেন। বায়ু একইসঙ্গে সাহসী এবং সুন্দর। বায়ু এবং ওর পরিবারের সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।'


ফের পড়াশোনা করছেন টুইঙ্কল খান্না-


অভিনেত্রী হিসেবে বলিউডে পা রাখেন টুইঙ্কল খান্না। কিন্তু বি টাউনে সেভাবে পায়ের তলার মাটি শক্ত করতে পারেননি। বেশ কিছু ছবিতে অভিনয় করলেও বিশেষ সাফল্য পাননি টুইঙ্কল। পরিবর্তে লেখিকা হিসেবে বেশ নাম করেছেন তিনি। 'মিসেস ফানি বোনস' নামে তাঁর লেখা বেশ জনপ্রিয় পাঠকদের কাছে। সম্প্রতি জানা গিয়েছে, ফের পড়াশোনা শুরু করেছেন টুইঙ্কল খান্না। ফিকশন রাইটিং নিয়ে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করতে ইউনিভার্সিটি অফ লন্ডনে ভর্তি হয়েছেন তিনি। 


স্ত্রীরোগ বিশেষজ্ঞর ভূমিকায় আয়ুষ্মান খুরানা, প্রকাশ্যে 'ডক্টর জি' ট্রেলার-


এদিন নেট দুনিয়ায় মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানার আগামী ছবি 'ডক্টর জি'-এর ট্রেলার। একজন অর্থোপেডিক চিকিৎসক, যিনি পরবর্তীকালে স্ত্রীরোগ বিশেষজ্ঞ হয়ে যাবেন। তাঁর জীবনে কত ওঠাপড়া আসবে, তা নিয়েই তৈরি 'ডক্টর জি' ছবিটি। কমেডির মোড়কে নতুন বিষয়বস্তুকে তুলে ধরার চেষ্টা নির্মাতাদের। প্রসঙ্গত, আয়ুষ্মান খুরানা নানা সময়ই নিজের ছবির মাধ্যমে সমাজের নানা ট্যাবুকে তুলে ধরেন। 'ডক্টর জি'-ও তেমনই একটি বিষয়। নেট দুনিয়ায় এই ছবির ট্রেলার মুক্তি পেতেই তা প্রশংসিত হতে শুরু করে বিভিন্ন মহলে।