কলকাতা: বলিউড (Bollywood) থেকে টলিউড (Tollywood)। ছোট পর্দা থেকে বড় পর্দা। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? চোখ বুলিয়ে নেওয়া যাক সেরা খবরগুলিতে (Top Entertainment News Today)।
বাস্তবের 'ফড়িং'-দের স্বপ্নের উড়ান দিতে আয়োজিত হল জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা-
হুগলির বাঁশবেড়িয়ায় আয়োজন করা হয়েছিল এই প্রতিযোগিতার । সেখানকার ট্রেনার বলছেন, অনেক মেয়েই নাকি জিমন্যাস্টিক্স শিখতে আসেন কিন্তু অর্থের অভাবে চালু রাখতে পারেন না অভ্যাস । অনেকেই জানান, তাঁদের বাড়ি থেকে বলা হচ্ছে জিমন্যাস্টিক্স ছেড়ে দিতে । খালি পেটে, অভাবের সঙ্গে লড়া যে কত কঠিন, সেকথাই ক্যামেরার সামনে তুলে ধরেন তাঁরা ।
মেহতাব হোসেনের জীবন নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক-
ধাগা প্রযোজনা সংস্থার তরফ থেকে তৈরি হচ্ছে মেহতাব হোসেনের বায়োপিক 'মেহতাব'। প্রযোজনার দায়িত্বে রয়েছেন শুভঙ্কর মিত্র। ছবিটির পরিচালনা করবেন বাপ্পা। ইস্টবেঙ্গলের মাঠে প্রকাশ করা হল এই ছবির প্রথম লুক। ইস্টবেঙ্গলের ঘরের ছেলে মেহতাব। আগামী বছর এই বায়োপিক মুক্তি পাওয়ার কথা। সঙ্গীত পরিচালনার দায়িত্বে প্রাঞ্জল দাস। তবে এই ছবিতে কারা কারা থাকবে সেবিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
আরও পড়ুন - Raju Srivastava: অমিতাভ বচ্চনের ফোন নম্বর কী নামে সেভ করে রেখেছিলেন রাজু শ্রীবাস্তব?
মুক্তি পেল অনির্বাণের 'বল্লভপুরের রূপকথা'-র ট্রেলার-
অনির্বাণ ভট্টাচার্য্যের বড়পর্দার প্রথম ছবি হতে চলেছে বল্লভপুরের রূপকথা। আজ প্রকাশ পেল এই ছবি ট্রেলার। কালীপুজোয় মুক্তি পাবে এই ছবি। প্রযোজনার দায়িত্বে রয়েছে এসভিএফ (SVF)। এই প্রথম বড়পর্দায় ছবি পরিচালনা করছেন অনির্বাণ। এর আগে হইচই-এর জন্য তৈরি অনির্বাণের ওয়েব সিরিজ 'মন্দার' প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। আর তাই বল্লভপুরের রূপকথা নিয়ে দর্শকদের প্রত্যাশাও রয়েছে।
অমিতাভ বচ্চনের ফোন নম্বর কী নামে সেভ করে রেখেছিলেন রাজু শ্রীবাস্তব?
সম্প্রতি রাজু শ্রীবাস্তব কন্যা অন্তরা সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করেছেন। কৌতুক অভিনেতার ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকেই সেটি পোস্ট করা হয়েছে। যেখানে অন্তরা লিখছেন, 'অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি শ্রী অমিতাভ বচ্চন আঙ্কলকে। এই কঠিন পরিস্থিতিতে প্রতিটা মুহূর্তে প্রতিটা দিন আমাদের পাশে থাকার জন্য। আপনার প্রার্থনা আমাদের কাছে শক্তির মতো ছিল। যা আমরা চিরকাল মনে রেখে দেব। আপনি আমার বাবার আদর্শ, অনুপ্রেরণা, ভালোবাসা এবং গুরুজি। বাবা সেই যে প্রথমবার আপনাকে দেখেছিলেন পর্দায়, তারপর থেকে আপনি যেন আমার বাবার সঙ্গেই থাকতেন। পর্দাতেই যে শুধু বাবা আপনাকে ফলো করতেন, এমনটা নয়। পর্দার বাইরেও তিনি আপনাকে গুরু হিসেবে মানতেন। তিনি আপনার ফোন নম্বর মোবাইলে সেভ করে রেখেছিলেন গুরুজি নামে। আমার মা শিখা, দাদা আয়ুষ্মান, আমি অন্তরা এবং আমাদের গোটা পরিবার আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। বাবা যে বিশ্ব জুড়ে এত ভালোবাসা পেয়েছেন, এত সম্মান পেয়েছেন, তা আপনার জন্য।'