মুম্বই: সদ্য় প্রয়াত হয়েছেন জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)। প্রায় ৪০ দিন হাসপাতালে ভর্তি থাকার পর পরলোকগমন করেছেন তিনি। জিম করাকালীন তাঁর হার্ট অ্যাটাক হয়। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করে দেন তাঁর জিম ট্রেনার। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে ছিলেন তিনি। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। মাঝে কিছুটা সেরে উঠলেও দ্বিতীয়বার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন রাজু শ্রীবাস্তব। তিনি অসুস্থ থাকাকালীন তাঁর জন্য ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন স্বয়ং অমিতাভ বচ্চন। সম্প্রতি রাজু শ্রীবাস্তবের কন্যা অন্তরা হৃদয় বিদারক বার্তা দিয়েছেন বিগ বি-কে (Amitabh Bachchan)। যেখানে তিনি জানিয়েছেন অমিতাভ বচ্চনের ফোন নম্বর কী নামে সেভ করা থাকত রাজু শ্রীবাস্তবের ফোনে।


রাজু শ্রীবাস্তব কন্যার বিশেষ বার্তা অমিতাভ বচ্চনের প্রতি-


সম্প্রতি রাজু শ্রীবাস্তব কন্যা অন্তরা সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করেছেন। কৌতুক অভিনেতার ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকেই সেটি পোস্ট করা হয়েছে। যেখানে অন্তরা লিখছেন, 'অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি শ্রী অমিতাভ বচ্চন আঙ্কলকে। এই কঠিন পরিস্থিতিতে প্রতিটা মুহূর্তে প্রতিটা দিন আমাদের পাশে থাকার জন্য। আপনার প্রার্থনা আমাদের কাছে শক্তির মতো ছিল। যা আমরা চিরকাল মনে রেখে দেব। আপনি আমার বাবার আদর্শ, অনুপ্রেরণা, ভালোবাসা এবং গুরুজি। বাবা সেই যে প্রথমবার আপনাকে দেখেছিলেন পর্দায়, তারপর থেকে আপনি যেন আমার বাবার সঙ্গেই থাকতেন। পর্দাতেই যে শুধু বাবা আপনাকে ফলো করতেন, এমনটা নয়। পর্দার বাইরেও তিনি আপনাকে গুরু হিসেবে মানতেন। তিনি আপনার ফোন নম্বর মোবাইলে সেভ করে রেখেছিলেন গুরুজি নামে। আমার মা শিখা, দাদা আয়ুষ্মান, আমি অন্তরা এবং আমাদের গোটা পরিবার আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। বাবা যে বিশ্ব জুড়ে এত ভালোবাসা পেয়েছেন, এত সম্মান পেয়েছেন, তা আপনার জন্য।'


আরও পড়ুন - Ranbir Kapoor: হবু মা আলিয়ার ঘুমনোর কায়দা ফাঁস করলেন রণবীর


গত ১০ অগাস্ট হৃদরোগে আক্রান্ত হন রাজু শ্রীবাস্তব। জিম করাকালীন তাঁর হার্ট অ্যাটাক হয়। তিনি অজ্ঞান হয়ে যান। তাঁকে হাসপাতালে ভর্তি করান তাঁর জিম ট্রেনার। দিল্লির এইমস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। হার্ট অ্যাটাক হওয়ার পর থেকে জ্ঞান ফেরেনি রাজুর। তাঁর চিকিৎসার সুবিধার জন্য ভয়েস মেসেজ পাঠাতেন অমিতাভ বচ্চন। সেই প্রসঙ্গে বিগ বি বলেন, 'প্রতিদিন সকালে আমি ওর পরিবারের কারও না কারও থেকে ওর খবর নিতাম। ওর পরিবারের লোকেরা আমাকে পরামর্শ দিয়েছিল ওর জ্ঞান ফেরানোর জন্য ভয়েস মেসেজ পাঠাতে। আমি পাঠিয়েছিলাম। ওর সেই বার্তা রাজুর কানে শুনিয়েছিলেন। ভয়েস মেসেজ পেয়েই ওর লোক পলকের মধ্যে খুলে গিয়েছিল। যদিও পরক্ষণেই তা ফের বন্ধ হয়ে যায়।'