কলকাতা: টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? একনজরে দেখে নেওয়া যাক সেরা খবরগুলি (Top Entertainment News Today)।


বিতর্কের কেন্দ্রবিন্দুতে 'আদিপুরুষ', অথচ ছবির কাজে মগ্ন কৃতি-


'আদিপুরুষ' ছবির শ্যুটিংয়ের কাজ শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এবার ছবির ডাবিং-এর কাজে হাত দিলেন 'আদিপুুরুষ'-এর জানকি ওরফে কৃতি। সোশ্য়াল মিডিয়ায় কৃতি শেয়ার করে নিলেন নতুন ছবির ডাবিং-এর ছবি। 'আদিপুরুষ'-এর চিত্রনাট্যের ২টি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন কৃতি। সঙ্গে রয়েছে হেডফোন, পেন ও গরম জল। ইনস্টাগ্রাম স্টোরিতে এই ছবি শেয়ার করে তিনি লিখেছেন, 'গেট সেট ডাব'। অর্থাৎ, ডাবিংয়ের জন্য তৈরি হয়ে যাও। গান হিসেবে তিনি বেছে নিয়েছেন, রামের স্তবকেই। লিখেওছেন 'জয় শ্রী রাম'।


অভিনেত্রী, লেখিকা, এবার বেলি ডান্সেও মুগ্ধ করলেন সৃজলা-


ধারাবাহিক 'মন ফাগুন' (Mon Phagun)-এ নায়িকার ভূমিকায় ছিলেন সৃজলা। দর্শকদের মন জয় করেছিলেন তিনি। ধারাবাহিক শেষ হলেও কখনও ফটোশ্যুট কখনও বই লেখা, খবরের শিরোনাম হামেশাই থাকে সৃজিলার দখলে। আর এবার প্রথম সারির একটি চ্যানেলের নাচের অনুষ্ঠানের মঞ্চে এসেছিলেন সৃজলা। সেই মঞ্চেরই এক খুদের বেলি ডান্স বেশ নাম করেছে। তার নাম অনুব্রত। খুদের সঙ্গে পাল্লা দিয়েই বেলি ডান্স করলেন সৃজিলা। আর নায়িকার সেই বেলি ডান্স দেখে বিচারকের আসনে থাকা দেব, মনামী ও রুক্মিণী চেয়ারের ওপর উঠে দাঁড়িয়ে পরলেন বাহবা দেওয়ার জন্য। 'মা শাহ আল্লা' গানের সঙ্গে সৃজলার সেই বেলি ডান্স কী মনে করিয়ে দিল বলিউড তারকা ক্যাটরিনা কইফ (Katrina Kaif)-কে?


ঋষভ পন্থের জন্য করবা চৌথ পালন করার পরিকল্পনা উর্বশী রাউতেলার?


সদ্য অস্ট্রেলিয়া পাড়ি দিয়েছেন উর্বশী। গত রবিবারই (৯ অক্টোবর) এই প্রাইভেট জেটের মধ্যে এক ছবি দিয়ে উবর্শী নিজের অস্ট্রেলিয়া পৌঁছনোর কথা সোশ্যাল মিডিয়ায় জানান। তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেই পোস্টের ক্যাপশনে লেখেন, 'আমার হৃদয়কে অনুসরণ করেছি এবং সেটা আমায় অস্ট্রেলিয়ায় নিয়ে এসেছে।' সদ্য শাড়ি, সিঁদুরে নিজের একটি ছবি পোস্ট করেছেন উর্বশী। সেখানে তিনি হিন্দিতে কয়েকটি লাইন জুড়ে দিয়েছেন। উর্বশী লিখছেন, 'প্রেমে পড়েছে এমন প্রেমিকার কাছে সিঁদুরের চেয়ে বেশি দামি আর বেশি কিছু হতে পারে না। সমস্ত রীতিনীতির সঙ্গে সঙ্গে সারা জীবন তোমার সঙ্গে থাকতে চাই প্রিয়।'


আরও পড়ুন - Deepika Padukone: রণবীর সিংহের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন দীপিকা পাড়ুকোন


বিগ বসে কেন সাজিদ খান? বিতর্কের মধ্যেই বিস্ফোরক মন্তব্য শার্লিন চোপড়ার-


এবার সাজিদকে নিয়ে মুখ খুললেন শার্লিন চোপড়া। তাঁর মত, অন্যান্য মহিলাদের সুরক্ষা নিয়ে তিনি চিন্তিত কেবল। শার্লিন এদিন সংবাদ মাধ্যমকে জানান, তাঁর একমাত্র চিন্তা সাজিদ যাতে আর কোনও মহিলাকে হেনস্থা না করতে পারে। সাজিদের সঙ্গে আমার সম্পর্ক ঠিক করার কোনও ইচ্ছা নেই।' এখানেই থামলেন না শার্লিন। তিনি যোগ করলেন, 'আমি অপেক্ষা করছি বিগ বস-এর নির্মাতারা আমায় কবে ডাকবেন সাজিদের যৌন হেনস্থার শিকার হওয়া এক নারী হিসেবে। আমি জাতীয় টেলিভিশনে সাজিদকে অপমান ফিরিয়ে দিতে চাই।'


ক্যানসারে আক্রান্ত 'তারক মেহতা কা উল্টা চশমা'-র দয়া? সত্যিটা জানালেন দিশার ভাই-


বিভিন্ন সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করা হয়েছিল, ক্যানসারে আক্রান্ত হয়েছেন দিশা। গলায় তাঁর বাসা বেঁধেছে ক্যানসার। এবার এই জল্পনাকে ওড়ালেন দিশার ভাই ময়াঙ্ক। সংবাদ মাধ্যমকে ময়াঙ্ক জানান, দিশা সম্পূর্ণ সুস্থ রয়েছে। ক্যানসারের মতো মারণরোগ তাঁর হয়নি। এই সমস্ত খবরটাই গুজব। সেই সঙ্গে তিনি দিশার অনুরাগীদের অনুরোধ করেন, এই সমস্ত খবরে বিশ্বাস না করতে।


'শুধুই ঠাট্টা, আমার মনের অবস্থা কেউ ভাবছে না, পাশে দাঁড়াচ্ছে না', মুখ খুললেন উর্বশী-


সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানে শাড়ি, খোলা চুল, স্নিগ্ধ বেশে ধরে দিয়েছেন তিনি। সেই পোস্টে উপচে পড়েছে মনখারাপ। উর্বশীর অভিযোগ, সবাই তাঁকে নিয়ে মজা করছে, তাঁকে স্টকার বলা হচ্ছে এবং তাঁকে সমর্থন করতে এগিয়ে আসছেন না কেউ! উর্বশী লিখছেন, 'প্রথমে ইরানের মাহাশা আমিনি আর তারপর ভারতে। এখন আমায় নিয়ে সবাই ঠাট্টা করছে, আমায় স্টকার বলছে। আমায় কেউ সমর্থন করছেন না তো বটেই, এমনকি আমার অনুভূতির কথাও ভাবছেন না। একজন দক্ষ ও আত্মবিশ্বাসী নারী খুব গভীরভাবে চিন্তা করে আর নির্ভয়ে ভালোবাসে। তার হাসির মতোই সাধারণভাবে তাঁর চোখে জল আসে। সে নরম কিন্তু শক্তিশালী। সে ভগবানের দান।'


নার্সারিতে হাতের লেখার জন্য পুরস্কার থেকে শুরু করে অক্সফোর্ডের সাফল্য, চূর্ণীর কলমে উজান-গাথা-


আজ উজানের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন চূর্ণী। সেপ্টেম্বর মাসে লন্ডন পাড়ি দিয়েছিলেন চূর্ণী, উজান ও কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। অক্সফোর্ডের চত্বর থেকে সেই ছবি ভাগ করে নিয়েছেন চূর্ণী। লিখেছেন, 'এই ছোট্ট ছেলেটাকেই কি আমি আমার শরীরের মধ্যে ধারণ করেছিলাম? এই কি সেই ছেলেটা যার সঙ্গে আমি খেলা করতাম? নার্সারির সেই হাতের লেখায় পুরস্কার পাওয়া থেকে শুরু করে অক্সফোর্ডে বিশ্ব সাহিত্যে ডিস্টিংশন পাওয়া.. তুমি আমার চোখে জল এনে দিয়েছো। সূর্যোদয়... সূর্যাস্ত... সূর্যোদয়... সূর্যাস্ত... সময় কী তাড়াতাড়ি পেরিয়ে যায়...'। পুরনো ও নতুন সময়ের ছবিতে মা-ছেলের রসায়ন অমলীন


হাতে ভালবাসার মেহেন্দি, দ্বিতীয় সন্তানের জন্য অপেক্ষার মধ্যেই কাটছে দেবিনার করবা চৌথ-


আজ সোশ্যাল মিডিয়ায় একাধিক মেহেন্দি পরার ছবি শেয়ার করে নিয়েছেন দেবিনা। ঢিলে পোশাকে ব্যালকনিতে বসে মেহেন্দি পরছেন তিনি। ক্যাপশনে দেবিনা লিখেছেন, মেহেন্দি, পরিবেশ, আয়োজন সব ঠিক আছে। করবা চৌথের জন্য আমি তৈরি।


রহস্য আর মজার মোড়কে লাস্যময়ী ক্যাটরিনা, মুক্তি পেল 'ফোন ভূত'-এর প্রথম গান-


গতকালই মুক্তি পেয়েছিল ফোন ভূত-এর প্রথম গান 'কিন্না সোনা' (Kinna Sona)-র টিজার। প্রসঙ্গত, ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এই গানটি মিডিয়া ও উপস্থিত অনুরাগীদের সারপ্রাইজ হিসেবে দেখানো হয়েছিল কেবল।  তনিষ্ক বাগচীর লেখা ও তৈরি, জারা-তনিষ্কের গাওয়া এই গানটি একটি বেশ অন্য ধারার প্রেক্ষাপটে শ্যুট করা হয়েছে। টকটকে লাল পোশাকে নজর কাড়ছেন অভিনেত্রী। ক্যাটরিনার পর্দায় লাস্যময়ী উপস্থিতি আরও দর্শককে আকৃষ্ট করবে বলাই বাহুল্য। 


করবা চৌথের মেহেন্দিতে হর পার্বতীর ছবি আঁকলেন মৌনী-


সোশ্যাল মিডিয়ায় সেই মেহেন্দির ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। সেই মেহেন্দিতে মৌনীর এক হাতে আঁকা হর-পার্বতীর ছবি। শিবের বুকে মাথা রেখেছেন সুখী পার্বতী। আর অন্য হাতের মেহেন্দিতে আঁকা, কলসী নিয়ে একটি মেয়ে চলেছে। মৌনীর এই অভিনব মেহেন্দির প্রশংসা করেছেন অশোপা চারু (Ashopa Charu)।  


'দৃশ্যম টু' ছবিতে রহস্য বাড়াচ্ছে অক্ষয় খন্নার লুক, উত্তেজিত অনুরাগীরা-


এদিন বলিউড অভিনেত্রী তব্বু থেকে 'দৃশ্যম টু' ছবির পরিচালক অভিষেক পাঠক  নেট দুনিয়ায় অক্ষয় খন্নার লুক প্রকাশ্যে এনেছেন। ফার্স্ট লুকে দেখা যাচ্ছে, একটি দাবার বোর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন অভিনেতা। নীল রঙের ব্লেজারে অক্ষয় খন্নার লুক এই ছবির রহস্য আরও আরও বাড়িয়েছে। তব্বু থেকে ছবির পরিচালক অক্ষয় খন্নার ফার্স্ট লুক পোস্ট করে লিখেছেন যে, 'শত্রুকে হারানোর সুযোগ শত্রু নিজেই আপনাকে দেয়।' চলতি বছর ১৮ নভেম্বর মুক্তি পাবে এই ছবি। প্রথম ছবি থেকেই এর জনপ্রিয়তা নজরকাড়া। আর সিক্যুয়েলে ক্রমশ আরও রহস্য বাড়াচ্ছেন অজয় দেবগন থেকে অক্ষয় খন্না কিংবা তব্বু।


কিয়ারার পর এবার বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন সিদ্ধার্থ, জানিয়ে দিলেন সত্যিটা-


বিভিন্ন সূত্র অনুযায়ী শোনা যাচ্ছেস আগামী বছর অর্থাৎ ২০২৩-এর এপ্রিলে বিয়ে সারতে পারেন সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবাণী। আরও জানা গিয়েছে, দুই তারকা আইনি বিবাহ সেরে ফেলার পর ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের জন্য গ্র্যান্ড পার্টি দিতে পারেন। যার ঘোষণা তাঁরা শীঘ্রই করবেন। আর এবার কিয়ারার সঙ্গে বিয়ে প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া দিলেন সিদ্ধার্থ। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন যে, কিয়ারা আডবাণীর সঙ্গে যদি তাঁর বিয়ে সত্যিই হয়, তাহলে তা লুকিয়ে রাখা সম্ভব নয়। এটা তাঁর কাছে গোপন করা অত্যন্ত কষ্টকর একটা কাজ। অভিনেতা বলেন, 'এই সমস্ত খবর আজ আর আমাকে বিরক্ত করে না। বলিউডে ১০টা বছর কাটিয়ে ফেলেচি। তাই মনে হয় না আজ আর কোনও গুঞ্জন আমার উপর কোনও প্রভাবে ফেলতে পারবে বলে। আমার তো মনে হয়, আজকের দিনে বিয়ের মতো কোনও খবর লুকিয়ে রাখা বেশ কষ্টকর একটা কাজ। আমাদের এটা অনুভব করা প্রয়োজন যে, কোনও না কোনও মাধ্যমে সত্যি খবরটা ঠিক বেরিয়ে আসে।'