কলকাতা: ওড়িশার বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্য়া। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গোটা ঘটনায় শোকস্তব্ধ সারা দেশ। শোকপ্রকাশ করেছেন ঋতুপর্ণা, মিমি, সৃজিত, দেব, জয়া থেকে শুরু করে সলমন, অক্ষয়কুমার। পাশাপাশি প্রশ্ন তুলেছেন 'দ্য কাশ্মীর ফাইলস'-র পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Ranjan Agnihotri)। পাশাপাশি এদিন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির তারকা জুটি (Star couple of bollywood) অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন (Amitabh Bachchan and Jaya Bachchan)। আজ তাঁদের বিয়ের অর্ধশতক পার (50 Years)। দিনভর সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন।
এদিন বিবেক অগ্নিহোত্রী বলেন, 'এই ঘটনা দুঃখজনক এবং লজ্জাজনক। একই সময়ে কীকরে মুখোমুখি তিনটি ট্রেন ? এর উত্তর কে দেবে ?' প্রত্যেকের পরিবারের জন্য প্রার্থনা জানিয়ে তিনি বলেছেন 'ওম শান্তি।' প্রসঙ্গত, এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ইতিমধ্যেই সলমন খান, অক্ষয়কমুার, সোনু সুদ, আল্লু অর্জুন। দুঃখ্যপ্রকাশ করেছেন টলিপাড়ার অভিনেতা-পরিচালকরাও।
ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খবর শুনে গভীরভাবে শোকাহত ঋতুপর্ণা সেনগুপ্ত। যাত্রী এবং তাঁদের পরিবারের জন্য প্রার্থনা জানিয়েছেন তিনি। দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের জন্য সমবেদনা জানিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। পাশাপাশি অভিনেত্রী মিমি চক্রবর্তী ট্য়ুইট করে বলেছেন, 'এই দুর্ঘটনা হৃদয়বিদারক। প্রিয়জনদের যারা হারিয়েছেন, সেই সকল পরিবারের জন্য প্রার্থনা এবং আহতদের জন্য দ্রুত সুস্থতা কামনা করছি।'অপরদিকে, ট্রেন দুর্ঘটনায় মৃতের পরিবারকে সমবেদনা এবং আহতদের আরোগ্য কামনা করেছেন দেবও।হেল্পলাইন নাম্বার দিয়ে পেজ শেয়ার করেছেন অভিনেত্রী জয়া এহসান এবং পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। শোকপ্রকাশ করে ট্যুইট করেছেন অভিনেতা আল্লু অর্জুন।
হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির তারকা জুটি (Star couple of bollywood) অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন (Amitabh Bachchan and Jaya Bachchan)। আজ তাঁদের বিয়ের অর্ধশতক পার (50 Years)। ১৯৭৩ সালে গাঁটছড়া বাঁধেন তাঁরা। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বাবা-মায়ের একটি সাদাকালো ছবি পোস্ট করে তাঁদের শুভেচ্ছা জানালেন মেয়ে শ্বেতা বচ্চন (Shweta Bachchan)।
আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?
আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?
১৯৭০-এর দশকে তাঁরা বলিউডের প্রথম সারির তারকা দম্পতি ছিলেন। একে অপরের প্রতি ভালবাসা, একসঙ্গে পথচলার অঙ্গীকার ও সেই কথা রাখা অনেকের জন্যই উদাহরণস্বরূপ। এদিন বাবা-মায়ের বিয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে শ্বেতা বচ্চন একটি সাদা কালো ছবি পোস্ট করেন। শাহেনশা ও জয়া একে অপরের দিকে একদৃষ্টে তাকিয়ে রয়েছেন। ক্যাপশনে লেখেন, 'শুভ ৫০। এখন তোমার 'সোনালী'। এতদিনের দীর্ঘ বিয়ের রহস্যের কী জিজ্ঞেস করায় একবার আমার মা উত্তর দিয়েছিলেন - ভালবাসা, এবং মনে হয় আমার বাবা বলেছিলেন - স্ত্রী সর্বদা সঠিক কথা বলেন। এটাই দীর্ঘ এবং ক্ষুদ্র ব্যাপার।'