কলকাতা: রাত পেরোলেই 'ওহ মাই গড ২'-এর ট্রেলর লঞ্চ। বহু বিতর্কের পর ইতিমধ্যেই ছবিটি সেন্সরের ছাড়পত্র পেয়েছে। বড়পর্দায় এবার কাবুলিওয়ালার (Kabuliwala) চরিত্রে দেখা যাবে জনপ্রিয় ও বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty)। ফের নতুন বিতর্কে নাম জড়াল নুসরত জাহানের। সোশ্যাল মিডিয়ায় 'টোটা স্যার'কে প্রশংসায় ভরালেন 'রকি' রণবীর। দিনভর সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন।


রাত পেরোলেই 'ওহ মাই গড ২'-এর ট্রেলর লঞ্চ। বহু বিতর্কের পর ইতিমধ্যেই ছবিটি সেন্সরের ছাড়পত্র পেয়েছে। সেদিক থেকে দেখতে গেলে গোটা তেইশ জুড়েই এবার একাধিক ছবি বিতর্কের মুখে পড়েছে। যার মধ্য়ে অন্যতম স্পর্শকাতর বিষয়টিই হল 'ধর্ম।'  মূলত কোন ঘটনার পরিপ্রেক্ষিতে, কী দেখানো হচ্ছে ছবিতে, তা একটা বড় প্রশ্ন চিহ্ন তুলছে।বলাইবাহুল্য ভুল শব্দ যেমন বিতর্ক তৈরি করতে পারে, তেমন বিতর্কিত দৃশ্য। তাই কাঁচি চালাতে হয় বইকি। সেই তালিকায় 'ওহ মাই গড ২' ও পড়েছে। বলিউড সূত্রে খবর, এই ছবির মোট ২০টি দৃশ্যে কাঁচি চালিয়েছে সেন্সরবোর্ড। আর এই ছবিকে দেওয়া হয়েছে 'A' সার্টিফিকেট। তবে হ্য়াঁ, বিতর্ক শেষে এখন শুধুই রাত পোহানোর অপেক্ষা। ২ অগাস্ট এই ছবির ট্রেলর মুক্তি পাবে। ছবি মুক্তি তারিখ ঠিক হয়েছে ১১ অগাস্ট।


২৮ জুলাই মুক্তি পেয়েছে কর্ণ জোহর পরিচালিত 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। আলিয়া ভট্ট ও রণবীর সিংহ অভিনীত এই ছবি বিপুল প্রশংসিত হচ্ছে। তবে বাঙালি দর্শকের কাছে বাড়তি উন্মাদনা তৈরি করেছে ছবিতে টোটা রায়চৌধুরীর কত্থক নাচ। 'ডোলা রে ডোলা' গানে রণবীর সিংহ ও টোটা রায়চৌধুরীর নাচের দৃশ্য রীতিমতো ঝড় তুলেছে। শুধু তাইই নয়, সোশ্যাল মিডিয়ায় 'টোটা স্যার'কে প্রশংসায় ভরালেন 'রকি' রণবীরও। 


বড়পর্দায় এবার কাবুলিওয়ালার (Kabuliwala) চরিত্রে দেখা যাবে জনপ্রিয় ও বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty)। ২০২২ সালের ডিসেম্বরে মুক্তি পায় মিঠুন চক্রবর্তী ও দেব অভিনীত 'প্রজাপতি'। এরপর ফের মিঠুন চক্রবর্তীকে বড়পর্দায় দেখা যাবে ২০২৩ সালের বড়দিনের ছুটিতে। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প 'কাবুলিওয়ালা' এবার আসছে বড়পর্দায়। মুখ্য চরিত্রে মিঠুন চক্রবর্তী। মঙ্গলবার প্রকাশ্যে এল ছবিতে অভিনেতার প্রথম লুক। 


ফের নতুন বিতর্কে নাম জড়াল নুসরত জাহান (Nusrat Jahan)-এর! নতুন প্রযোজনা সংস্থা, ছবির শ্যুটিংও শুরু হয়ে গিয়েছে। আর তার মধ্যেই, আর্থিক তছরুপের অভিযোগ উঠল তৃণমূল সাংসদের নামে! ফ্ল্যাট দেওয়ার নামে কোটি কোটি টাকা প্রতারণায় অভিযুক্ত নুসরত জাহান? বিষয়টা ঠিক কী? বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা সম্প্রতি ইডির কাছে অভিযোগ দায়ের করেছেন নুসরত জাহানের নামে। অভিযোগ, ২০ কোটির বেশি টাকা প্রতারণা করেছেন নুসরত। ৪২৯ জনের থেকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে নাকি নিয়েছিলেন নুসরতের সংস্থা।বিনিময়ে চুক্তি ছিল ফ্ল্যাট দেওয়ার। কিন্তু, অভিযোগ, সেই ফ্ল্যাট পাননি টাকা জমা দেওয়া ব্যক্তিরা। 


আরও পড়ুন, ছবি মুক্তির পর রেকর্ড করলেই ৩ বছরের জেল, পাইরেসি রুখতে বিল পাশ রাজ্যসভায়


বিহারের (Bihar) প্রাণকেন্দ্রে অবস্থিত মুজাফফরপুরের (Muzaffarpur) এক উদীয়মান অভিনেত্রী ফলক খানের (Falak Khan) জন্য আনন্দের খবর। তাঁর উদযাপনের বিশেষ কারণ ঘটেছে যে। তাঁর স্বল্প দৈর্ঘ্যের ছবি 'চম্পারণ মটন' (Champaran Mutton) এক মাইলফলক ছুঁয়েছে। পুণের 'ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া'র (Film and Television Institute of India) রঞ্জন কুমার (Ranjan Kumar) পরিচালিত এই ছবি সাফল্যের সঙ্গে সিনেমাটি অস্কারের 'স্টুডেন্ট অ্যাকাডেমি অ্যাওয়ার্ড'-এর সেমিফাইনাল রাউন্ডে (Oscar's Student Academy Award) পৌঁছেছে।