মুম্বই: বলিউডের এক নামী পরিচালকের আঠেরো বছর বয়সী ছেলের অস্বাভাবিক মৃত্যুর খবরে তোলপাড় ইন্ডাস্ট্রি। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা এটি আত্মহত্যার (Suicide) ঘটনা।


জানা গিয়েছে, বলিউড পরিচালক গিরিশ মালিকের (Girish Malik) ছেলের এদিন অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা এটি আত্মহত্যার ঘটনা। পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে যে, আন্ধেরির অ্যাপার্টমেন্টের পঞ্চম তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন পরিচালক গিরিশ মালিকের পুত্র। তাঁরা আরও জানাচ্ছেন, ছেলের মদ্যপান করা নিয়ে এদিন ছেলেকে বকাবকি করেন ওই পরিচালক। পাশাপাশি মায়ের সঙ্গে দুর্ব্যবহার বন্ধ করার জন্যও ছেলেকে শাসন করেন। আর তারপরই অ্যাপার্টমেন্টের উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন মান্নান (পরিচালক গিরিশ মালিকের ছেলের নাম)। 


আরও পড়ুন - Anil Kapoor: দাদু হতে চলার আনন্দে উত্তেজিত অনিল কপূর, বড় দায়িত্বের প্রস্তুতি নিচ্ছেন কীভাবে?


এই ঘটনায় তদন্তকারী এক পুলিশকর্মী বলেন, 'মান্নান শুক্রবার হোলির দিন মদ্যপান করেন। হোলি উদযাপন করে বাড়ি ফিরেও মদ্যপান করতে থাকেন তিনি। এরপরই মদ্যপান করা নিয়ে ছেলেকে বকাবকি করেন পরিচালক গিরিশ মালিক। ছেলেকে মদ্যপান করতেও বারণ করেন। তার পাশাপাশি মদ্যপানরত অবস্থায় মান্নান তাঁর মায়ের সঙ্গে দুর্ব্যাবহারও করে। সেই সময় ছেলেকে মায়ের সঙ্গে ব্যবহার ঠিক করার নির্দেশ দেন গিরিশ বাবু। এবং ছেলেকে নিজের ঘরে চলে যেতে বলেন। এরপরই সকলের নজর এড়িয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে ছাদে চলে যান মান্নান। আর সেখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি।' পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে যে, ঘটনার পর দ্রুত মান্নানকে মুম্বইয়ের নামী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আম্বলি থানার পুলিশ এই ঘটনায় একটি দুর্ঘটনাজনক মৃত্যুর মামলা দায়ের করেছে। 


প্রসঙ্গত, বলিউডে বেশ কিছু ছবি পরিচালনা করেছেন গিরিশ মালিক। 'জাল', 'তোরবাজ', 'মান ভার্সেস খান' এবং আরও বেশ কিছু ছবিতে পরিচালক হিসেবে দেখা গিয়েছে তাঁকে।