পানাজি: গোয়ার ডিরেক্টর জেনারেল অফ পুলিশ মুক্তেশ চন্দর দর্শকের কাছে কর্ণ জোহর পরিচালিত বিতর্কিত ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ না দেখার আর্জি জানিয়েছেন। তাঁর কারণ, ছবির কোনও এক ডায়লগে প্লেব্যাক সিঙ্গার মহম্মদ রফিকে অসম্মান করা হয়েছে। এই ঘটনার পরই হতাশ ডিজিপি ছবিটি দর্শকদের না দেখার জন্যে আর্জি জানান। ছবির ডায়লগে অনুষ্কা বলেন মহম্মদ রফি, উনি গাইতেন কম, কাঁদতেন বেশি। এই কথা ভালভাবে নেননি সঙ্গীতশিল্পীর পরিবারও।


এর আগে এই ছবি পাকিস্তানি অভিনেতা ফওয়াদ খানের সেখানে অভিনয় নিয়ে মুক্তির আগে বিতর্কে জড়ায়। পরে বহু কাঠখড় পুড়িয়ে অবশেষে মুক্তি পায় এই ছবি।

এদিকে গোয়া পুলিশের ডিজিপির আর্জি, মহম্মদ রফি কেমন গায়ক সেবিষয় কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই। কেউ যদি সঙ্গীতশিল্পীর সত্যিকারের ভক্ত হন, তাহলে তাঁদের কখনওই এছবি দেখা উচিত্ নয়।