কলকাতা: ধারাবাহিকের শ্যুটিং শেষ হলেও স্মৃতি জমাট বেঁধে থাকে সেটে। রোজ যেখানে আর যাওয়া হবে না, হয়তো বা ভেঙে ফেলা হবে, দেখা হবে না সবার সঙ্গে... পর্দার পরিবার যেন পরিবার হয়ে যায় পর্দার বাইরেও। ধারাবাহিক 'গোধূলি আলাপ'-এর শ্যুটিং শেষ হয়েছে দিন দুয়েক আগে। এখনও মনখারাপ লেগে আছে নায়িকা 'নোলক' ওরফে সোমু সরকার (Somu Sarkar)-এর গলায়। এবিপি লাইভের (ABP Live)-এর সঙ্গে 'গোধূলি আলাপ' সফর ফিরে দেখলেন সোমু।
প্রথম যেদিন জানতে পেরেছিলেন 'গোধূলি আলাপ' অফ এয়ার হবে, সেই মনখারাপের শুরু। সোমু বলছেন, 'পর্দায় শুধু পরিবার নয়, পর্দার বাইরেও পরিবারের মতো হয়ে যায় একটা ধারাবাহিকের সঙ্গে যুক্ত সমস্ত মানুষেরা। শুধু অভিনেতা অভিনেত্রী নন, টেকনিশিয়ান, রূপটান শিল্পীরা, সবার সঙ্গেই ভীষণ ভাল সম্পর্ক হয়ে যায়। মনখারাপ হয়ে যায় ওদের সবার সঙ্গে একসঙ্গে আর দেখা হবে না বলে। হয়তো, ব্যক্তিগতভাবে অন্য কোথাও দেখা হবে। আমরা সবাই আবার নতুন নতুন কাজ করব। তবে 'গোধূলি আলাপ' পরিবারটা ভেঙে গেল ভাবলে মনখারাপ হয়। তারপরেই মনে হয়, আমি তো শিল্পী, আর শিল্পীর কোনও ঘর হয় না। তারা রোজ নতুন নতুন ঘর তৈরি করে। শিল্পীদের যেটা থেকে যায়, সেটা শিল্প। আমিও এখন সেটাতেই মন দেব।'
এই কথা তো অভিজ্ঞ শিল্পীদের। এই পরিণত ভাবনা কি কৌশিক সেন (Kaushik Sen)-এর সঙ্গে কাজ করার পরিণতি? একটু হেসে পর্দার নোলক বললেন, 'শুধু স্যর কেন, সোহগ ম্যাম, ভাস্বরদা, অর্পিতাদি, ঋজুদা, সাহানাদি, রাজ স্যর... আমার শুরুটাই এতগুলো গুণী মানুষের হাত ধরে হল, যেটা আমার ভবিষ্যতে সবসময় পথ দেখাবে। আমার মনে হয়, এখন আমার জীবনে এমন অনেক মানুষ রয়েছেন, অভিনয় সংক্রান্ত যে কোনও সমস্যায় পড়লে তাঁদের ফোন করতে পারব। গোধূলি আলাপ-এর থেকে এটা আমার বিশাল পাওয়া।'
ধারাবাহিকের সেট ছাড়ার সময় স্মৃতি হিসেবে কিছু কি নিয়ে এসেছেন পর্দার নোলক? অভিনেত্রী হাসতে হাসতে একটু টেনেই বললেন 'হ্যাঁ'-টা। তারপর বললেন, 'গোধূলি আলাপের প্রোমোতে নোলকের সেই মুখোশটা মনে আছে? ওটা আমি সঙ্গে করে নিয়ে এসেছি। আর এনেছি আমার গলার কার, নথ আর পায়ের তোড়া। ধারাবাহিকের গল্পের সৌজন্যে যখন আমার পোশাক বদলে গেল, তখন আর এগুলো পরতাম না। তবে শেষদিন শ্যুটিংয়ে আমি অনুমতি নিয়েছিলাম পায়ের তোড়াটা পরার। ওই জিনিসগুলো ভীষণ আবেগের আমার কাছে।'
শেষ শ্যুটিংয়ের দিন কৌশিক সেনের সঙ্গে কথা হয়েছিল? সোমু বললেন, 'আমি প্রশ্ন করে ফেলেছিলাম, স্যর, তোমার খারাপ লাগছে না? এতদিনে এটুকু সম্পর্ক তো তৈরি হয়েছে। উনি আমায় বুঝিয়েছিলেন যে ওঁর-ও খারাপ লাগছে। কিন্তু উনি নিজেকে আরও অন্যান্য কাজের সঙ্গে যুক্ত রাখেন। ফলে একটা ধারাবাহিক শেষ হওয়ার মনখারাপের কথা হয়তো বেশি বলেন না।'
'গোধূলি আলাপ'-এর সেটের সবচেয়ে বেশি কি মিস করবেন সোমু? মনখারাপি গলায় উত্তর এল, 'নোলককে। আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম সোমুর থেকে নোলককে আলাদা করে ফুটিয়ে তুলতে। নোলক আমায় অনেকটা পরিণত করে দিয়ে গেল।'