প্যারিস : জল্পনার গুঞ্জন শেষ। এবার সরকারিভাবে সিলমোহর। সম্পর্ক শেষ। লিওনেল মেসি (Lionel Messi) ও প্যারিস সাঁ জাঁ-র। চলতি মরসুমের শেষেই প্যারিস ছেড়ে দিচ্ছেন সাতবারের বিশ্বসেরা ফুটবলার। আগামী শনিবার পিএসজি-র জার্সিতে তাঁর শেষ ম্যাচে খেলতে নামবেন মেসি। যে খবর জানিয়ে দিয়েছে পিএসজি (Paris Saint-Germain) কোচ ক্রিস্টোফে গ্যাল্টিয়ার। আর মেসির বর্তমান ক্লাব-কোচের ঘোষণার পরই শুরু লিও-র ভবিষ্যৎ গন্তব্য ঘিরে নতুন গুঞ্জনের। ফের কি বার্সেলোনাতেই ফিরবেন এলএমটেন ? নাকি তথাকথিত সৌদি এক ক্লাবের বিরাট অঙ্কের অফার নিয়ে ক্রিশ্চিয়ানোর রোনাল্ডোর (Critiano Ronaldo) মতোই এশিয়াগামী হবেন আর্জেন্তাইন মহাতারকা ? আপাতত সেই জল্পনা-কল্পনাই শুরু।
তবে আর ক'দিনের মধ্যে লিওনেল মেসি দু'বছরের প্যারিস-সফর যে থামছে, সেটা নিশ্চিত হয়ে গেল। আগামী শনিবার পার্ক দ্য প্রিন্সেসে ক্লেরমন্ট ফুটের বিরুদ্ধে ম্যাচই হতে চলেছে প্যারিস সাঁ জাঁ-র জার্সিতে মেসির শেষ ম্যাচ। পিএসজি কোচ ক্রিস্টোফে গ্যাল্টিয়ার বলেছেন, বিশ্বের সেরা ফুটবলারকে কোচিং করাতে পারাটা সৌভাগ্যের। আগামী শনিবারই ক্লাবের হয়ে শেষ ম্যাচ লিও-র।
২০২১ সালে রেকর্ড অর্থে বার্সেলোনার সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছেদ করে প্যারিস সাঁ জাঁ ক্লাবে নাম লিখিয়েছিলেন লিওনেল মেসি। এবারের চুক্তির শেষে যা বাড়ানোর কথাও ছিল প্রাথমিক চুক্তিতে। কিন্তু গত কয়েকমাসে ঘটনাক্রম যেদিকে এগোচ্ছিল, তাতে ফুটবলপ্রেমীরা বুঝতেই পারছিলেন, মেসির পিএসজি ছাড়া সময়ের অপেক্ষা হয়ে দাঁড়াচ্ছে।
পিএসজি-র ছেড়ে ছাড়পত্র না নিয়ে পরিবারের সঙ্গে সৌদি আরবে ঘুরে গিয়েও ক্লাবের কাতারি মালিকদের কোপের মুখে পড়েছিলেন লিওনেল মেসি। সৌদির পর্যটনদূত হলেও মেসিকে সেদেশে ঘুরতে যাওয়ার জন্য দু-সপ্তাহের জন্য ট্রেনিং থেকে বসিয়ে দেওয়ার পাশাপাশি জরিমানাও করে প্যারিসের ক্লাবটি। কাতার বিশ্বকাপের মঞ্চে দেশকে দীর্ঘ অপেক্ষার পর বিশ্বসেরা করার জেরে আর্জেন্তিনার ফুটবল সমর্থকদের নয়নের মণি হয়ে উঠলেও ঘটনাক্রমের জেরে প্যারিসের ফুটবল সমর্থকদরে বিরাজভাজন হচ্ছিলেন লিও। একসময় কার্যত সবাইকে অবাক করে কিছু সমর্থক মেসির বিরুদ্ধে পিএসজি ক্লাবের অফিসে বিক্ষোভও দেখান!
আরও পড়ুন- হাতে ভগবত গীতা, পন্থের চিকিৎসকের কাছে হাঁটু দেখাতে মুম্বইয়ে ধোনি
চ্যাম্পিয়ন্স লিগে প্যারিসের ক্লাবটিকে সাফল্য এনে দেওয়ার লক্ষ্যে ফ্রান্সের ক্লাবে পাড়ি দিলেও মাঝের দু'বছর যে কাজ অবশ্য করতে পারেননি লিও। নেইমার ও কিলিয়ান এমবাপের সঙ্গে দুরন্ত আক্রমণত্রয়ী তৈরি করার থেকে ব্যক্তিগত গোল বা অ্যাসিস্ট, পরিসংখ্যান মেসি-সুলভ হলেও ইউরোপীয় ক্লাবপর্যায়ের মঞ্চে একরাশ ব্যর্থতাই সঙ্গী করেই প্যারিস থেকে বিদায় নিচ্ছেন লিওনেল মেসি। এবার দেখার তাঁর পরের গন্তব্য কী হয়। প্রাক্তন সতীর্থ জাভির ডাকে সাড়া দিয়ে বার্সায় ফেরেন লিও, নাকি রোনাল্ডোর মতোই বড় অঙ্কের চুক্তিতে সৌদির কোনও ক্লাবে নতুন চ্যালেঞ্জ নেন মেসি। জল্পনার নতুন গুঞ্জনেই আপাতত শেষ প্রেমের শহরে ফুটবলের জাদুকরের ক্লাব কেরিয়ার পর্ব।
আরও পড়ুন: ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য কী কী খেতে পারেন? রইল তারই তালিকা