মুম্বই: প্রত্যেক বছর জন্মদিনে সফর করেন তিনি। ভ্রমণপ্রিয় এই নায়িকার জন্মদিনে সফর করাটা যেন একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। রাত ফুরোলেই আরও একটা জন্মদিন। তবে এই বছর, বিশেষ এই দিনটার জন্য একটু অন্যরকম পরিকল্পনা নিলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিংহ (Sonakshi Sinha)। 


সদ্য নতুন সমুদ্রমুখী একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন সোনাক্ষী। সদ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন সেই অ্যাপার্টমেন্টের ছবি। এখনও সম্পূর্ণ গোছগাছ করে সাজানো হয়নি তাঁর অ্যাপার্টমেন্ট। সূত্রের খবর, এবার এই অ্যাপার্টমেন্টেই বন্ধু ও পরিবারের সঙ্গে জন্মদিনের দিনটা কাটাবেন সোনাক্ষী।


এখানেই শেষ নয়, পরিবেশ ও অন্যান্য বিষয়ে এদিন অনুরাগীদের সঙ্গে কথোপকথনের একটি আয়োজন করা হয়েছে সোনাক্ষীর তরফে। সেখানেও কিছুটা সময় কাটাবেন সোনাক্ষী। আর বাকি সময়টা এইবছর বাইরে কোথাও সফর নয়, পরিবার ও বন্ধুদেরই সময় দিতে চান নায়িকা। 


 






প্রসঙ্গত, তাঁর শেষ মুক্তি পাওয়া ওয়েব সিরিজ 'দাহাড়' প্রশংসিত হয়েছে অনুরাগীদের মধ্যে। সোনাক্ষীর লুক প্রকাশ পাওয়া থেকেই এই সিরিজ নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল। আর রহস্য-অপরাধের জালে মোড়া এই সিরিজ দর্শকদের মধ্যে বেশ ভালই প্রভাব বিস্তার করতে পেরেছে। 


টিজার, ট্রেলারে গল্পের যে আঁচ পাওয়া গিয়েছে, সেখানে বলা হয়েছে,  'অনেক নিরীহ মেয়ে নিজেদের প্রাণ দিয়েছে। কিন্তু একটা তদন্ত চালু রয়েছে।' ২৭ জন মেয়ের নিখোঁজ হওয়া ও তারপর খুন হওয়ার মতো ভয়ঙ্কর কেসের তদন্তভার পড়ে সোনাক্ষীর ওপর। ধূসর টিজারের শেষে গাড়িতে চাবি ঘষার শব্দ শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। কোন চক্রে প্রাণ হারাতে হল এই ২৭ জন নারীকে, সেই কিনারা কী খুঁজে বের করতে পারবেন সোনাক্ষী? উত্তর লুকিয়ে 'দাহাড়'-এ।


এর আগে সঞ্জয় লীলা বনশালীর ওয়েব সিরিজ 'হীরামান্ডি' ওয়েব সিরিজে দেখা গিয়েছিল সোনাক্ষীকে। বড় দৃষ্টিনন্দন দুনিয়ার থেকে ডিজিটালে তাঁর আগমন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, পরিচালক সংবাদ সংস্থা আইএএনএসকে বলেন, 'আমি বড় চলচ্চিত্র তৈরি করেছি কিন্তু ডিজিটালে স্থানান্তরিত হওয়া আমার জন্য আরও বড় ব্যাপার।' এরপর তিনি 'হীরামান্ডি'কে এখনও পর্যন্ত তাঁর সবচেয়ে বড় প্রজেক্ট হিসেবে অভিহিত করেন। এটি একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি সিরিজ যা যৌনকর্মীদের তিন প্রজন্মের গল্প বলে, সম্পূর্ণটাই প্রাক-স্বাধীনতা আমলের। খুব শীঘ্রই নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে 'হীরামান্ডি'।


আরও পড়ুন:  Health Tips: আমের পরে ঠান্ডাপানীয় খেলে সত্যিই বিপদ? না কি শুধুই রটনা?


আরও পড়ুন: Turmeric: ত্বকের পরিচর্যায় হলুদের গুণ অপরিসীম, কীভাবে ব্য়বহার করবেন?