কলকাতা: দোলের দিনেই স্বাধীনতা দিবসের জন্য বড় ঘোষণা।  মুক্তি পেল 'গোলন্দাজ'-এর পোস্টার। চলতি বছরের স্বাধীনতা দিবসের আগেই মুক্তি পাবে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের নতুন ছবি। নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর জীবন অবলম্বনে তৈরি এই ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করছেন দেব। ফুটবলের জনক হিসাবে পরিচিত নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর জীবনের বিভিন্ন ওঠাপড়াকেই দেখানো হবে এই গল্পে।


দেবের জীবনের প্রথম বায়োপিক হতে চলেছে 'গোলন্দাজ'। তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্টে দেব লিখেছেন, পর্দায় নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় অভিনয় করা আমার জীবনের বড় সম্মান। আশা করি দর্শকদের আবেগকে ছুঁয়ে যাবে এই গল্প। ইংরেজ জমানায় দাঁড়িয়ে তাদেরই অত্যন্ত বিপাকে ফেলেছিলেন নগেন্দ্র প্রসাদ। তাঁর সেই গল্পই ফুটে উঠবে ছবিতে।' তাঁর ওপর বিশ্বাস রাখার জন্য তিনি ধন্যবাদও জানিয়েছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়কে।


দেব ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ইশা সাহা, অনির্বাণ ভট্টাচার্য, জন ভট্টাচার্য, ইন্দ্রাশীষ রায়, শ্রীকান্ত আচার্য্য ও অগ্নিকে। আগামী ১৩ আগস্ট রুপোলি পর্দায় মুক্তি পাবে 'গোলন্দাজ'। এই প্রথমবার কোনও ফুটবল খেলোয়াড়ের ভূমিকায় দেখা যাবে দেবকে। ইতিমধ্যেই দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে পোস্টারটি। নগেন্দ্র প্রসাদের ভূমিকায় দেবকে প্রায় চেনাই যায় না। পায়ে ফুটবলের সঙ্গে সঙ্গে পোস্টারে বিশেষ নজর কাড়বে দেবের হাতের ছেড়া শিকল। 


সম্প্রতি রুপোলি পর্দায় ১৫ বছর পার করেছেন দেব। বর্ষপূর্তিতে পুরনো স্মৃতি উস্কে দেব বলেছিলেন, ’১৫ বছর আগে আজকের দিনেই রুপোলি পর্দায় আমি যাত্রা শুরু করেছিলাম। এখনও বিশ্বাসই হয় না তারপর এতগুলো বছর পেরিয়ে গিয়েছে। আমার যাত্রার গল্পটা ঠিক একটা কবিতার মত। সেখানে অনেকগুলো চরিত্র আছে, অনেক গল্প আছে আর অনেক প্রতিভাবান সহ অভিনেতা ও অভিনেত্রীরা রয়েছেন।‘


পায়ে পায়ে পার ১৫ বছর। ২০০৫ সালে ‘অগ্নিশপথ’ ছবির হাত ধরে প্রথম পা রেখেছিলেন টলিউডে। তারপর প্রত্যেক বছর ভারি হয়েছে তাঁর সাফল্যের ঝুলি, মুকুটে জুড়েছে নতুন পালক। বর্তমানে ‘গোলন্দাজ’ ছবি নিয়েই ব্যস্ত দীপক অধিকারী, ওরফে দেব।