কলকাতা: দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে সন্তানেদের জন্য মায়ের এই লড়াইয়ের গল্প। আর পর্দায় ফিরে ফের একবার রানি মুখোপাধ্যায় (Rani Mukherji) বুঝিয়ে দিলেন, 'সবার ওপরে অভিনয় সত্য।' সদ্য় মুক্তি পাওয়া 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে' (Mrs Chatterjee Vs. Norway)-র বক্সঅফিস সাফল্যও মন্দ নয়। অন্যদিকে অভিনেতা, অভিনেত্রী, পরিচালক থেকে শুরু করে সাধারণ মানুষের কাছেও প্রশংসিত হয়েছে এই ছবি।


সম্প্রতি এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে পর্দার দেবিকা ওরফে রানি বলছেন, 'এই ছবিটা যে মানুষের এত ভাল লেগেছে, এতটা ভালবাসা পেয়েছে তার জন্য আমি আপ্লুত, খুশি। আমি বিশ্বাস করি, ভাল ছবি দেখার টানে মানুষ এখনও প্রেক্ষাগৃহে আসেন এবং ভাল ছবির দর্শক এখনও রয়েছে। করোনা পরিস্থিতির পরে বড়পর্দায় যে এই ধরনের গল্পকে তুলে ধরা হচ্ছে, এটা আমার খুব ভাললাগার বিষয়। আমার মনে হয়, ছবির চিত্রনাট্যের জন্য এমন গল্পকে নির্বাচন করা উচিত যা মানুষের মন ছুঁয়ে যাবে। দর্শক প্রেক্ষাগৃহে এসে এমন গল্প দেখতে পছন্দ করবেন বলেই আমার বিশ্বাস।'


রানি আরও বলেন, 'করোনা পরিস্থিতির পরে অনেকের মনেই সন্দেহ ছিল মানুষ আর প্রেক্ষাগৃহে ফিরে আসবেন কি না। কিন্তু আমরা দেখেছি মানুষ আবার সময় ও অর্থ দুইই ব্যয় করে মানুষ প্রেক্ষাগৃহে আসছেন নতুন কিছু দেখবেন বলে। আমার বিশ্বাস ভাল ছবি সবসময় নিজের দর্শকদের খুঁজে নেয়। ভগবানের আশীর্বাদে 'মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে' তাই খুঁজে পেয়েছে। মানুষ যেভাবে এই ছবিকে ভালবেসেছেন তাতে আমি আপ্লুত।'


আরও পড়ুন: Amitabh Bachchan: 'শাহেনশাহ'-তে ব্যবহৃত বহুপরিচিত জ্যাকেট বিশেষ মানুষকে উপহার হিসেবে পাঠালেন অমিতাভ


প্রসঙ্গত নরওয়েতে নজির গড়েছে রানি মুখোপাধ্যায়ের নতুন ছবি 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'। এর আগে. নরওয়েতে শাহরুখ খানের 'রইজ' পেয়েছিল ৪.৭ হাজার দর্শক দখল ও সলমন খানের 'সুলতান' পেয়েছিল ৪.৪ হাজার দর্শক দখল। দুটোই ছিল ৫ দিনব্যাপী উইকেন্ডের হিসেবে। তবে 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছাপিয়ে গেছে সেই সকল রেকর্ড। এমনকী সাম্প্রতিককালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার হিট 'পাঠান'-এর রেকর্ড ছাপিয়েছে রানির ছবি। ৫ দিনব্যাপী উইকেন্ডে 'পাঠান' পেয়েছিল ৪.১ হাজার দর্শক দখল। 


এই ছবির গল্প এক মায়ের লড়াইয়ের। এক অভিবাসী মায়ের তার সন্তানদের হেফাজত পেতে একটি জাতির বিরুদ্ধে লড়াইয়ের ওপর ভিত্তি করে তৈরি এই ছবি। রানি মুখোপাধ্যায় দক্ষতার সঙ্গে সেই চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি তাঁর হৃদয়গ্রাহী কাহিনি এবং দুর্দান্ত বর্ণনার জন্য বিশ্বজুড়ে প্রচুর ভালবাসা পেয়েছে।