কলকাতা: দীপাবলির উদযাপনে থাকতে পারলেন না গোবিন্দ (Govinda)। সম্প্রতি তাঁর পায়ে গুলি লাগে। নিজের কাছে রাখা বন্দুক দিয়ে নিজেকেই গুলি করে ফেলেছিলেন গোবিন্দ। এরপরে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আপাতত ভাল আছেন তিনি। তবে জানা গেল, পায়ের চোটের জন্যই এই বছর দীপাবলির উৎসবে দেখা গেল না তাঁকে। অক্টোবর মাসের ১ তারিখে এই দুর্ঘটনা ঘটে। সেই সময়ে কলকাতায় আসার কথা ছিল গোবিন্দর। কিন্তু বাড়ি থেকে বেরনোর আগেই ঘটে যায় দুর্ঘটনা।


সম্প্রতি অভিনেতার স্ত্রী সুনীতা জানিয়েছেন, আপাতত ভাল আছেন অভিনেতা। বাড়িতেই রয়েছেন তিনি। তবে তাঁর বিশ্রামের প্রয়োজন। আপাতত বাড়িতেই বিশ্রামে রয়েছেন তিনি। সম্প্রতি দেখা গেল পাপারাৎজিদের একটি ভিডিও। সেখানে তিনি বলছেন, 'স্যার ভাল আছেন। আপাতত সুস্থই রয়েছেন। তবে তিনি বাড়িতে রয়েছেন, বিশ্রাম নিচ্ছেন।' যদিও সুনীতা তাঁর ছেলে-মেয়েদের সঙ্গে দীপাবলি উদযাপন করেছেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন সেই ছবি। তবে গোবিন্দ রইলেন ঘরেই, বিশ্রামে। 


অক্টোবর হঠাৎ নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হন অভিনেতা গোবিন্দ। ভুল করে তাঁরই বন্দুক থেকে গুলি চলে গিয়েছিল। এই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। সত্যিই গোবিন্দর বন্দুক থেকে গুলি বেরিয়ে গিয়েছিল কি না, সেই বিষয়ে নিশ্চিত হতেই তদন্ত চালাতে চায় পুলিশ। এই বিষয়ে ডাকা হবে গোবিন্দকেও। তবে এখনও পর্যন্ত অভিনেতাকে পুলিশের কাছে যেতে হয়নি বলেই সূত্রের খবর। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে হাঁটাচলা করতে পারছিলেন না গোবিন্দ। অস্ত্রোপচার করে তাঁর পা থেকে গুলি বের করা হয়েছিল। হাসপাতাল থেকে তিনি যখন বেরিয়েছিলেন তখন তাঁর পারে বড় ব্যান্ডেজ করা ছিল। হুইল চেয়ারে বসে হাসপাতাল থেকে বেরিয়েছিলেন গোবিন্দ। 


হামেশাই কলকাতায় আসা যাওয়া লেগে রয়েছে গোবিন্দের। দার্জিলিংয়ে তাঁর বাড়ি রয়েছে। তবে আপাতত কোথাও ই যেতে পারবেন না গোবিন্দ। তিনি এখন বিশ্রামে রয়েছেন।


 






আরও পড়ুন: Shah Rukh Khan: ঘরোয়া জন্মদিন পালন, এই প্রথম অনুরাগীদের দেখা দিলেন না শাহরুখ খান


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে