মুম্বই: ‘জগ্গা জাসুস’ বক্স অফিসের মন জয় করতে পারেনি। সেই রাগে ছবির পরিচালক অনুরাগ বসুর উদ্দেশ্যে প্রকাশ্যে কীভাবে তোপ দেগেছেন ঋষি কপূর, সেটা সংবাদমাধ্যমের সৌজন্যে সকলেই দেখেছেন। নিজের ছেলের হোম প্রডাকশনের প্রথম কাজ এভাবে ধাক্কা খাওয়ায় কার্যত অনুরাগের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন ঋষি। সঙ্গে ছবিতে গোবিন্দার চরিত্রটিতে কাঁচি চালানোয় রণবীরের বাবার প্রশ্ন, আপনি যখন চাননি, গোবিন্দা অভিনয় করুক, তাহলে আপনি তাঁকে ছবিতে নিলেন কেন? ঋষির দাবি, এই সবকিছুর মধ্যে পড়ে, রণবীরের নাম খারাপ হয়েছে।
এদিকে, ঋষি এপ্রসঙ্গে মুখ খোলার পরই তাঁকে ধন্যবাদ জানিয়ে গোবিন্দা বলেন, এই ছবিতে তাঁর সঙ্গে অবিচার হওয়া সত্ত্বেও তিনি মুখ খোলেননি। কারণ কপূরদের তিনি সম্মান করেন, এবং প্রমাণিত ভাল রক্ত কথা বলে।
তবে তিনি পরবর্তী সময় অন্য কোনও পরিচালক বা প্রযোজকের ছবিতে ক্যামিওর চরিত্রে আর আবির্ভূত হবেন না। শুধুমাত্র কপূর এবং সলমন খানের পরিবারের প্রযোজিত ছবিতেই তাঁকে ক্যামিওর চরিত্রে দেখা যাবে। তবে গোবিন্দার চরিত্রটি কেন এভাবে কাটা হল ছবি থেকে, সেপ্রসঙ্গে বলতে গিয়ে অনুরাগ মাসখানেক আগে বলেছিলেন, ছবির চিত্রনাট্যে পরবর্তী সময় কিছু পরিবর্তন এসেছিল।সেখানে গোবিন্দার চরিত্রের আর কোনও প্রয়োজনীয়তা ছিল না।
‘জগ্গা জাসুস’-এ তাঁর সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিবাদ করায় ঋষিকে ধন্যবাদ, শুধু কপূর ও সলমনের ছবিতেই ক্যামিও করব:গোবিন্দা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Jul 2017 12:53 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -