মুম্বই:  মাত্র ২৪ ঘণ্টা আগেই নানা পাটেকরকে এক অসাধারণ ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করেছিলেন মহারাষ্ট্র নব নির্মাণ সেনার মন্ত্রী দীপক কেসরকর। তাঁর স্পষ্ট বক্তব্য ছিল, নানা পাটেকর শুধু সিনেমা জগত নয়, সমাজকেও সমৃদ্ধ করেছেন। সমাজের উন্নয়নে তাঁর ভূমিকা অনস্বীকার্য। এমন একজন ব্যক্তিত্ব সম্পর্কে বিনা প্রমাণে যৌন হেনস্থার অভিযোগ আনা অনুচিত। কেনই বা দশ বছর বাদে অভিযোগ জানালেন তনুশ্রী। গত একদশকে কেন এপ্রসঙ্গে মুখ খোলেননি, তনুশ্রীর উদ্দেশ্যেই প্রশ্ন ছুঁড়ে দেন দীপক কেসরকর।


 

এই মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই মহারাষ্ট্রের এই এমএনএস নেতার দাবি, তনুশ্রী দত্ত পুলিশে অভিযোগ জানান। তিনি নিশ্চিত করেছেন নিরপেক্ষ তদন্ত হবে। এমনকি তিনি একথাও বলেন, সে রাজ্যের সরকার মোটেই নানা পাটেকরকে সমর্থন করছেন না। এই ঘটনায় যিনি দোষী, তাঁর শাস্তি হবেই।

এরপর নিজের গতকালের মন্তব্যের স্বপক্ষে তিনি বলেন, কোনও ব্যক্তির নামেই যেন অপবাদ না রটে।

এদিকে তনুশ্রী নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনার সঙ্গে সঙ্গে রাজ ঠাকরের দল মহারাষ্ট্র নব নির্মান সেনা সম্পর্কেও ঘটনার দিন তাঁর গাড়ি ভাঙচুরের অভিযোগ আনেন। এইজন্যে অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছে মহারাষ্ট্র পুলিশ।

এদিকে এমএনএস তাঁকে হুমকি দিচ্ছে বলে সম্প্রতি অভিযোগ এনেছেন তনুশ্রী। গুঞ্জন শোনা যাচ্ছিল এবারের বিগ বস  হাউসে ঢুকতে পারেন তনুশ্রী। এমএনএস-এর যুব সংগঠন বিগ বস নির্মাতাদের হুমকি দিয়েছেন, তনুশ্রী যদি এই রিয়েলিটি শোয়ে অংশ নেন, তাহলে তাঁদের লোনাভোলা অফিসে ভাঙচুর হবে। আপাতত তনুশ্রী-নানা বিতর্ককে কেন্দ্র করে সরগরম টিনসেল টাউন থেকে মহারাষ্ট্রের রাজনৈতিক মহল। সত্যিটা আসলে কী, সেটাই সবাই জানতে ইচ্ছুক!