নয়াদিল্লি: ৬৪তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে (64th Grammy Awards) একটি বিশেষ পর্ব রাখা হবে ইউক্রেনের বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতির (Ukraine's ongoing crisis) প্রতি উৎসর্গ করে।
ইউক্রেনের উদ্দেশে বিশেষ পর্ব
এক আন্তর্জাতিক সংবাদ সংস্থার মতে, 'রেকর্ডিং অ্যাকাডেমি' (Recording Academy) হাত মিলিয়েছে 'স্ট্যান্ড আপ ফর ইউক্রেন ক্যাম্পেইন অ্যান্ড গ্লোবাল সিটিজেন'-এর (Stand Up for Ukraine campaign and Global Citizen) সঙ্গে। এর মাধ্যমে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যে সঙ্কট চলছে সেই সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে একটি বিশেষ বিভাগ উৎসর্গ করা হচ্ছে।
এই পার্টনারশিপের অংশ হিসেবে, ২০২২ গ্র্যামি অ্যাওয়ার্ড শো লাইভ টেলিকাস্টের সময় একটি বিশেষ সেগমেন্ট দেখাবে যেখানে দর্শকদের পদক্ষেপ নেওয়ার পাশাপাশি বৈশ্বিক এবং চলমান 'স্ট্যান্ড আপ ফর ইউক্রেন' ক্যাম্পেইনে অবদান রাখার সুযোগ থাকবে।
কর্তৃপক্ষের তরফে বলা হয়, 'ইউক্রেনের পরিস্থিতি দেখে আমরা ব্যথিত, তবুও সেখানে প্রতিদিন প্রদর্শিত মানুষের চেতনা দ্বারা অনুপ্রাণিত। আমরা আশা করি যে বিভাগটি আমাদের বিশ্বব্যাপী দর্শকদের এই কঠিন মানবিক প্রচেষ্টাকে সমর্থন করার জন্য জড়িত হতে অনুপ্রাণিত করবে।'
অন্যান্য তথ্য
এই বিশেষ পর্ব সম্পর্কে আর কোনও তথ্য এখনও মেলেনি।
তবে এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডসে ড্রামার টেলর হকিংসকেও (drummer Taylor Hawkins) শ্রদ্ধা জানানো হবে। ২৫ মার্চ মাত্র ৫০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সেই সময় তাঁর ব্যান্ড 'ফু ফাইটারস' (Foo Fighters) দক্ষিণ আমেরিকা সফরে ছিল।
এই অনুষ্ঠানে তিনটি নির্দিষ্ট ঘরানার সঙ্গীতকে প্রাধান্য দেওয়া হবে - গসপেল বা ক্রিশ্চিয়ান, ট্রপিক্যাল লাতিন ও ব্লুগ্রাস (gospel/Christian, tropical Latin and bluegrass)। সাধারণত এগুলি অনুষ্ঠানের অংশ হয় না কখনও।
আরও পড়ুন: Will Smith Updates: চড় কাণ্ডের বিতর্কের পর কী সমস্যায় পড়তে চলেছেন উইল স্মিথ?
৬৪তম 'গ্র্যামি অ্যাওয়ার্ডস'-এর সঞ্চালনা করবেন ট্রেভর নোয়াহ (Trevor Noah)। ৩ এপ্রিল, রবিবার, লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন অ্যারেনায় (MGM Grand Garden Arena) স্থানীয় সময় রাত ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত লাইভ টেলিকাস্ট হবে।