নয়াদিল্লি: আজ অনুষ্কা শর্মার ২৮ তম জন্মদিন। স্বাভাবিক ভাবেই জন্মদিনে অভিনেত্রী কী করবেন, বা করছেন সেই নিয়ে বিশেষভাবে আগ্রহী তাঁর ভক্তরা। খুব একটা পার্টি করতে ভালবাসেন না অনুষ্কা, সেকথা সকলেরই জানা। তবে তিনি না করলেও, বিরাট যে তাঁর জন্যে অন্যরকম কিছু ভেবে রেখেছেন সেকথা বলাই বাহুল্য।
মিড ডে-তে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, হয়তো আজ অনুষ্কাকে বিয়ের প্রস্তাব দিতে পারেন কোহলি। প্রসঙ্গত, একবার ভাঙনের পর ফের গত একবছর ধরে প্রেম করছেন বিরুষ্কা। আর এই জুটির বিয়ে নিয়ে অতি উত্সাহী তাঁর ভক্তরাও।
প্রসঙ্গত, বিরাটের জন্মদিনেও গতবছর তাঁকে সারপ্রাইজ দিতে রাজকোট উড়ে গিয়েছিলেন অনুষ্কা। হয়তো বিরাট তেমন কিছু চমকপ্রদ করারই পরিকল্পনা করে রেখেছেন তাঁর সুইটহার্টের জন্যে।
তবে অনুষ্কাকে তাঁর বিশেষ দিনে একান্তে শুভেচ্ছা জানাতে একটু দেরিই হবে কোহলির, কারণ আজ তাঁর দল আরসিবি-র আইপিএল ম্যাচ রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। তাহলে হয়তো ম্যাচের পরই বান্ধবীকে প্রপোজ করবেন বীরু। আপাতত তাঁদের ভক্তদের একটু ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে।
আজ অনুষ্কা ২৮, 'প্রপোজ' করে বিয়ের জন্যে চমক দেবেন বিরাট?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 May 2017 03:44 PM (IST)
ফাইল ছবি
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -