মুম্বই: অনিল কপূরের মেয়ে সোনম কপূরের বিয়ে বলে কথা। বলিউডের তাবড় তারকারা হাজির ছিলেন। এই অনুষ্ঠানে আয়োজনও ছিল বিশাল। বিয়ের আগে থাকতেই সোনমের উপহার পাওয়ার পালা শুরু হয়েছিল। গোলাপ, বিভিন্ন ধরনের জুতো, হস্তশিল্প সহ বহু উপহার পেয়েছেন এই বলিউড অভিনেত্রী। কর্ণ জোহর দেন কাঞ্জিভরম শাড়ি ও আম্রপালি ঝুমকো। অন্যান্যরাও নানা উপহার দিয়েছেন। তাঁরা পাল্টা উপহারও পেয়েছেন। মহিলাদের দেওয়া হয়েছে বালা, লিপস্টিক, কানের দুল সহ বিভিন্ন উপহার।
এ মাসের ৮ তারিখ মুম্বইয়ে রাজকীয়ভাবে সোনম ও আনন্দ আহুজার বিয়ে হয়। হাজির ছিলেন শাহরুখ খান, সলমন খান, আমির খান, রানি মুখোপাধ্যায়, ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন, বরুণ ধবন, জ্যাকলিন ফার্নান্ডেজ সহ বহু তারকা। বিয়ের আগে ৬ তারিখ সঙ্গীত এবং ৭ তারিখ মেহেন্দি অনুষ্ঠান হয়।
বিয়ের পর ইনস্টাগ্রামে নিজের নাম বদলে অনিল-কন্যা করেছেন সোনম কে আহুজা। এর জন্য তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। যদিও তাতে গুরুত্ব দিতে নারাজ সোনম। তাঁর দাবি, আনন্দও নাম বদল করেছেন।
সোনম-আনন্দের বিয়েতে অতিথিরা রিটার্ন গিফট পেলেন কানের দুল, বালা, লিপস্টিক
Web Desk, ABP Ananda
Updated at:
18 May 2018 05:19 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -