নয়াদিল্লি: ‘#MeToo’ প্রচারের মাধ্যমে বিশ্বব্যাপী বহু মহিলা নিজেদের যৌন হয়রানির অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। সেই ধারাকে অব্যাহত রেখে বহু হলিউড অভিনেত্রী নিজেদের অতীতের না বলতে পারা কাস্টিং কাউচের ঘটনা সাহস করে সামনে এনেছেন। একইসঙ্গে, অন্য মহিলাদেরকেও যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। তবে, এখনও বলিউডের কোনও বর্তমান অভিনেত্রী তেমনভাবে কোনও কথা প্রকাশ্যে আনেননি।
এই নিয়ে কান চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়া হুমা কুরেশিকে প্রশ্ন করা হয়। তাঁর কাছে জানতে চাওয়া হয়, কেন বলিউড অভিনেত্রীরা এই ইস্যুতে মুখ খুলছেন না? উত্তরে হুমা বলেন, মহিলাদের বহু সময় এইসব ব্যক্তিদের সম্মুখীন হতে হয়। তবে আমার মতে, শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিতে নয়, এই ধরনের ঘটনা জীবনের সর্বক্ষেত্রে ঘটে। হুমা জানান, বলিউডে এই নিয়ে বেশি কেউ উচ্চবাচ্য করেন না, কারণ, তাঁরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন। যখনই কোনও মহিলা এই ইস্যু নিয়ে সোচ্চার হন, তাঁকে বিরোধিতার সম্মুখীন হতে হয়।
তিনি যোগ করেন, সমাজকেও বুঝতে হবে, যখন কেউ এই নিয়ে মুখ খুলছেন, এর অর্থ তিনি সাহায্য চাইছেন। কিন্তু, তখন কেউ তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন না। হুমার মতে, আগের থেকে বর্তমান পরিস্থিতি অনেকটাই ভাল। বলিউড সহ দেশের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইতিবাচক বদল এসেছে। তবে, আরও উন্নতি সম্ভব। অবশ্য এর জন্য সময় লাগবে।