মুম্বই: প্রয়াত হলেন খ্যাতনামা চিত্রশিল্পী ললিতা লাজমি (Lalita Lajmi)। তাঁর আরও একটি পরিচয়, তিনি গুরু দত্তের (Guru Dutt) বোন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর । ললিতা লাজমির প্রয়াণে (Lalita Lajmi Passes Away) শোকের ছায়া বিনোদন মহলে। 


ললিত লাজমি প্রয়াত-


২০০৭ সালে মুক্তি পাওয়া আমির খানের (Aamir Khan) জনপ্রিয় ছবি 'তারে জমিন পর'-এ (Taare Zameen Par ) ক্যামিও চরিত্রে দেখা যায় ললিতা লাজমিকে (Lalita Lajmi) । সম্প্রতি দ্য জাহাঙ্গীত নিকোলসন আর্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে ললিতা লাজমির প্রয়াণের খবর জানানো হয়। নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ললিতা লাজমির নানা শিল্পের ছবি পোস্ট করে জানানো হয় যে, 'আমরা অত্যন্ত শোকাহত যে শিল্পী ললিতা লাজমি প্রয়াত হয়েছে। অত্যন্ত দুঃখের সঙ্গে সংবাদটি আমরা জানাচ্ছি। আর শিল্প ছেয়ে রয়েছে অনুরাগীদের মনে।' ললিতা লাজমির প্রয়াণে তাঁরা যে শোকাহত সে কথাও জানান। তাণদের পোস্ট থেকেই জানা গিয়েছে যে, সোমবার অর্থাত, ১৩ ফেব্রুয়ারি সকালে প্রয়াত হন তিনি।



আরও পড়ুন - Tunisha Sharma Death: অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যু প্রসঙ্গে গোপন তথ্য দিলেন সহ-অভিনেতা


প্রসঙ্গত, গত বছর থেকে শিল্পের জগতের বহু তারার প্রয়াণ হয়েছে। গত বছর বিনোদন মহলে শোকের ছায়া নামে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণ দিয়ে। এরপর বছর জুড়ে বহু তারকা প্রয়াত হন। সন্ধ্যা মুখোপাধ্যায় থেকে বাপি লাহিড়ি, কেকে, রাজু শ্রীবাস্তব এবং আরও অনেক তারকা প্রয়াত হন। ফের একবার শোয়ের ছায়া নেমে এল বিনোদন জগতে।