মুম্বই: নয় নয় করে প্রায় একমাস ধরে খোঁজ ছিল না তাঁর। অপহরণের মামলা দায়ের করে তদন্ত চালাচ্ছিল পুলিশ। শেষ মেশ নিজে থেকেই বাড়ি ফিরলেন ‘তারক মেহতা কা উল্টা চশমা’ খ্যাত অভিনেতা গুরুচরণ সিংহ। পুলিশকে তিনি জানিয়েছেন, সমাজ-সংসার নাকি আর ভাল লাগছিল না তাঁর, তাই আধ্যাত্মিকতার পথে চলে গিয়েছিলেন। কিন্তু বাড়ির কথা মনে পড়ায় ফিরে এসেছেন। (Gurucharan Singh)
গত ২২ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন গুরুচরণ। জানা যায়, দিল্লি থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিতে বিমানবন্দরে পৌঁছন গুরুচরণ। কিন্তু মুম্বই আর গিয়ে পৌঁছননি অভিনেতা। ছেলের খোঁজ না পেয়ে এর পর দিল্লির পালম থানায় অভিযোগ দায়ের করেন অভিনেতার বাবা। ধারা ৩৬৫-র আওতায় অপহরণের মামলা দায়ের করে পুলিশ। সেই থেকে তাঁর খোঁজ চলছিল। (Gurucharan Singh Missing Case)
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ২৪ এপ্রিল পর্যন্ত ফোন চালু ছিল গুরুচরণের। কিছু টাকার লেনদেনও হয় অনলাইন মাধ্যমে। গুরুচরণ অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন বলেও জানতে পারে পুলিশ। জানা যায়, মাথার উপর মোটা টাকার ঋণ এবং বাজারে ধারবাকি ছিল গুরুচরণের। গুরুচরণ একটি বিশেষ গোষ্ঠীর সমর্থক ছিলেন বলেও জানায় পুলিশ। হিমালয়ে গিয়ে ধ্যান করার পরিকল্পনাও ছিল বলে জানা যায়।
সেই আবহেই শুক্রবার গুরুচরণ বাড়ি ফেরেন। তাঁর বাড়ি ফেরার কথা পৌঁছয় পুলিশের কানেও। এর পর অভিনেতাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়, তাতে পুলিশকে তিনি জানিয়েছেন, সমাজ-সংসার আর ভাল লাগছিল না তাঁর। তাই আধ্যাত্মিকতার পথে বেরিয়ে পড়েছিলেন। লুধিয়ানা, অমৃতসরের একাধিক গুরুদ্বারে এই ক'দিন ঘুরেছেন তিনি। কিন্তু পরে বাড়ি ফিরে আসাই সঙ্গত বলে মনে হয়।
'তারক মেহতা কা উল্টা চশমা' সিরিয়ালে অভিনয় করেই ঘরে ঘরে জনপ্রিয়তা পান গুরুচরণ। ২০১৩ সালে সিরিয়াল ছেড়ে বেরিয়ে যান তিনি। কিন্তু দর্শকদের দাবিতে সাড়া দিয়ে পরের বছর ফেরানো হয় তাঁকে। ২০২০ সালে ফের সিরিয়াল ছেড়ে বেরিয়ে আসেন গুরুচরণ। সেই জায়গায় আসেন বলবিন্দর সিংহ সুরি। পারিশ্রমিকে বিলম্ব হওয়াতেই গুরুচরণ সিরিয়াল ছেড়ে বেরিয়ে আসেন বলে জানা যায় পরবর্তীতে। যদিও অভিনেতা সেই নিয়ে কোনও মন্তব্য করেননি। এমন কিছু বিষয় রয়েছে, তা নিয়ে কথা বলতে স্বচ্ছন্দ নন তিনি, সে কথাও জানান। তাঁর নিখোঁজ হয়ে যাওয়ার খবর সামনে আসতেই শোরগোল পড়ে যায়।