কলকাতা: মুক্তির অপেক্ষায় রাজ চক্রবর্তী (Raj Chakrabarty) পরিচালিত 'হাবজি গাবজি' (Habji Gabji)। আগেই ঘোষণা হয়েছে ছবি মুক্তির তারিখ। অভিনয়ে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly) ও পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay)। তার আগে মুক্তি পেল প্রমোশনাল ভিডিও।


আসছে 'হাবজি গাবজি'


মোবাইল আসক্তি আমাদের সবারই কমবেশি রয়েছে। বিশেষ করে ছোটদের তো বটেই! বিশেষ করে করোনার জ্বালায় অনলাইন সবকিছু। এখন তো খুদেদের হাতে হাতে ফোন। আর তাতেই বাড়ছে একাধিক সমস্যা। এবার এই বিষয়কে কেন্দ্র করেই তৈরি হয়েছে 'হাবজি গাবজি'।


সোমবার সকালে নিজেদের সোশ্যাল মিডিয়ায় একটি মজাদার ভিডিও পোস্ট করেন ছবির নির্মাাতারা। সেখানে সন্তানকে মোবাইলে গেম খেলিয়ে 'টেক স্যাভি' করানোর চেষ্টায় 'বাবা' রাজ চক্রবর্তী। অন্যদিকে 'মা' শুভশ্রী গঙ্গোপাধ্যায় চান ছেলে যেন প্রকৃতির কোলে খেলে বড় হয়ে ওঠে। তাতেই শুরু দাম্পত্য কলহ। 


সকাল সকাল অভিনেত্রীর প্রোফাইলে এমন পোস্ট দেখে ঘাবড়ে যেতেই পারেন। কিন্তু দর্শকদের শঙ্কা দূর করতে হাজির পরমব্রত চট্টোপাধ্যায়। ঘোষণা করলেন আগামী কাল মুক্তি পাচ্ছে তাঁদের ছবির প্রথম গান। 


 






ছবি সম্পর্কে পরিচালক


'হাবজি গাবজি' নিয়ে কথা বলতে গিয়ে এবিপি লাইভকে রাজ বলেন, 'আমাদের সঙ্গে আমার ভাগ্নি থাকে। কয়েকবছর আগেও ওর প্রচণ্ড মোবাইল গেমে আসক্তি ছিল। আমি রোজ রাতে ইন্টারনেট অফ করে শুয়ে পড়তাম, সকালে উঠে দেখতাম নেট অন রয়েছে। একদিন শুভশ্রী আবিষ্কার করল, আমার ভাগ্নি রোজ মাঝরাতে উঠে ইন্টারনেট অন করে দেয়। তারপর সারারাত পাবজি খেলে। এমনকী সবার সঙ্গে বসে কথা বলার সময়ও দেখতাম ও মোবাইল গেমে মগ্ন হয়ে থাকে। আমি বারণ করাতে ও আমায় এড়িয়ে যেতে থাকে। ওকে দেখেই প্রথম এই ছবির পরিকল্পনা মাথায় আসে। তারপর আমার অনেক সহকর্মীর সঙ্গে গল্প করতে করতে শুনি, বেশিরভাগ বাড়ির ছোটদের নেশাই মোবাইল গেম।'


আরও পড়ুন: Tirandaj Shabor Teaser: বৃষ্টির রাতে গাড়ির কাচে হঠাৎ টোকা, তারপর? প্রকাশ্যে 'তীরন্দাজ শবর'-এর টিজার