নয়াদিল্লি: অয়েল ইন্ডিয়ায় চুক্তির ভিত্তিতে প্রচুর পদে নিয়োগ শুরু হয়েছে। সুপারভাইজার, রিগম্যান ছাড়াও মোট ১১৫ পদে হবে নিয়োগ। ১৬ অগাস্ট থেকে শুরু হবে সরাসরি ইন্টারভিউ। কীভাবে এই পদের জন্য আবেদন করবেন ?

চাকরির সারাংশ

কোন পদে কত জন নিয়োগ

অ্যাসিস্ট্যান্ট ওয়েল্ডার- ১ টি পদঅ্যাসিস্ট্যান্ট ফিটার-২ টি পদঅ্যাসিস্ট্যান্ট ডিজেল মেকানিক-৫টি পদইলেক্ট্রিক্যাল সুপারভাইজার-৫টি পদগ্যাস লগার-৮টি পদঅ্যাসিস্ট্যান্ট রিগ ইলেক্ট্রিশিয়ান-১০টি পদকেমিক্যাল অ্যাসিস্ট্যান্ট-১০টি পদঅ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল পাম্প-১৭টি পদড্রিলিং রিগম্যান-২৬টি পদঅ্যাসিস্ট্যান্ট মেকানিক- আইস: ৩১ পদ

শিক্ষাগত যোগ্যতা- চাকরিপ্রার্থীকে আবেদনের জন্য মাধ্যমিক বা ১০ ক্লাস উত্তীর্ণ হতে হবে। সঙ্গে আইটিআই-এর শংসাপত্র থাকতে হবে আবেদনকারীর। এ ছাড়াও পদ বিশেষে আবেদনের জন্য দ্বাদশ ও স্নাতক স্তর উত্তীর্ণ হতে হবে চাকরিপ্রার্থীদের।প্রার্থী বাছাই পর্ব শেষ হলে নিযুক্তদের অসম ও অরুণাচলপ্রদেশে চুক্তির ভিত্তিতে কাজে যোগ দিতে হবে।

প্রার্থী বাছাই হবে কীভাবে ?

ওয়াক ইন বা সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেই হবে চাকরিপ্রার্থীর দক্ষতার পরীক্ষা। হাতে কলমে এই পরীক্ষা নেবে অয়েল ইন্ডিয়া কর্তৃপক্ষ।https://www.oil-india.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদনকারীরা আরও পরীক্ষার বিষয়ে বিশদে জানতে পারবেন। এমনকী ইন্টারভিউয়ের তারিখও এই সাইটেই দেওয়া রয়েছে। 

কীভাবে আবেদন করবেন ?

ইচ্ছুক আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র ও অভিজ্ঞতার শংসাপত্র নিয়ে সরাসরি ইন্টারভিউ দিতে যেতে হবে। সেখানে আবেদনের সম্পর্কযুক্ত সব নথি প্রার্থীকে নিজের কাছে রাখতে হবে।

ইন্টারভিউয়ের তারিখ ও স্থান

এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের ১৬.০৮.২০২১ থেকে ১৩.০৯.২০২১-এর মধ্যে সরাসরি ইন্টারভিউয়ের জন্য যোগ দিতে হবে।ইন্টারভিউয়ের স্থান- সব চাকরিপ্রার্থীদের এমপ্লয়ি ওয়েলফেয়ার অফিস, নেহরু ময়দান, অয়েল ইন্ডিয়া লিমিটেড, দুলিয়াজানে রেজিস্ট্রেশন করাতে হবে। রেজিস্ট্রেশনের সময় সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত।এখানে সংক্ষিপ্ত বিবরণ দেওয়া রয়েছে। আবেদনকারী বিস্তারিত জানতে অয়েল ইন্ডিয়া লিমিটেডের অফিশিয়াল ওয়েবাসাইট- https://www.oil-india.com-এ যোগাযোগ করুন।একবার নিযুক্ত হলে (১৫০০০-২০০০০)টাকা মাসিক বেতন পাবেন প্রার্থী। তবে সবার ক্ষেত্রে এই বেতনের অঙ্ক সমান নয়। 


Education Loan Information:

Calculate Education Loan EMI