ইন্সটাগ্রামে স্টার-রেজিস্ট্রেশন ডট কমের স্ক্রিন শট শেয়ার করেছেন অভিনেত্রী। তাতে দেখা যাচ্ছে রেজিস্ট্রেশন নম্বর-৮৬৬৬-৭৫৮৬৩-৫৭০৭২৭৭। পৃথিবী থেকে ৭৯.৩০ আলোকবর্ষ দূরে অবস্থান করছে তারাটি। পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন ’ তারা নিয়ে আমার উন্মাদনা আপনারা জানেন। আমি সেরা পরিবার-বন্ধু পেয়েছি। আমার নামে তারার নাম! এর চেয়ে ভাল উপহার আর কী হতে পারে।‘
শুধু তারার নামকরণ নয়. বাড়িতেও জন্মদিন পালনের দারুণ আয়োজন করেছিলেন তাঁর মা ও ভাই। বেলুন দিয়ে সাজানো হয়েছিল গোটা বাড়ি।
তেলুগু ছবিতে ডেবিউ করেন হানসিকা। মূলত তামিল ছবিতে অভিনয় করলেও বলিউডেও ছবি করেছেন তিনি। তেলুগু, কন্নড়, মালয়ালমে দর্শক তাঁকে পেয়েছে।