মুম্বই: বিরল দুই মাথাওয়ালা সাপ রাসেলস ভাইপার উদ্ধার হল মহারাষ্ট্রে। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা বিরল ওই সাপের ২০ সেকেন্ডের ক্লিপ শেয়ার করেছেন। ভিডিওতে একটি বড় পাতার ওপর সাপটিকে দেখা যাচ্ছে।
ভিডিও-র ক্যাপশনে নন্দা এই সরীসৃপের কয়েকটি বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, জিনগত অস্বাভাবিকতার জন্য এই বিশেষ রাসেল ভাইপারের বেঁচে থাকার হার খুব কম। অন্যান্য সাপের তুলনায় এই সাপ অনেক বেশি বিষধর।


রাসেলস ভাইপারের এই ভিডিও ট্যুইটারে ভাইরাল হয়ে গিয়েছে। বেশ কয়েক হাজার বার দেখা হয়েছে ভিডিওটি। নেটিজেনরা কমেন্টস সেকশনে তাঁদের প্রতিক্রিয়াো জানিয়েছেন।



এক ইউজার বলেছেন, এই সাপ খুবই বিপজ্জনক। ভুবনেশ্বরে বেশি পরিমাণে এই সাপ দেখা যায়।এর কামড় খুবই যন্ত্রনাদায়ক। শিকার ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
রাসেলস ভাইপার পাওয়া যায় এশিয়া, দক্ষিণ এশিয়া, দক্ষিণ চিন ও তাইওয়ানে। স্কটিশ সরীসৃপ বিশারদ প্যাট্রিক রাসেলের নাম অনুসারে এই প্রজাতির সাপের নামকরণ করা হয়েছে।