কলকাতা: পরপর দু'দিন দুই ভাইয়ের জন্মদিন। গতকাল অর্থাৎ ৫ মার্চ ছিল অর্জুন চক্রবর্তীর (Arjun Chakraborty) জন্মদিন। আবার আজ অর্থাৎ ৬ মার্চ তাঁর দাদা, অভিনেতা গৌরব চক্রবর্তীর (Gaurav Chakraborty) জন্মদিন। আর এই দুই ভাইকে এক অমূল্য ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের বন্ধু, অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee)। সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল তাঁর পোস্ট।
গৌরব চট্টোপাধ্যায় এদিন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন। সেখানে এক ফ্রেমে দেখা গেল সব্যসাচী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, ঋদ্ধিমা ঘোষ, সৃজা চক্রবর্তীকে। ছবিটি বেশ পুরনো তাও স্পষ্ট।
থ্রোব্যাক ছবি পোস্ট করে গৌরব ক্যাপশনে লেখেন, 'এ ভেরি হ্যাপি বার্থডে গৌরব চক্রবর্তী অ্যান্ড এ বিলেটেড হ্যাপি বার্থডে অর্জুন চক্রবর্তী।' সেই সঙ্গে ক্যাপশনে নিজেদের তৎকালীন 'স্টাইল' নিয়েও মজা করেন। ছবিতে নজর করলে দেখা যাবে তাঁদের সকলেরই খানিক অন্য ধরনের 'হেয়ারস্টাইল' ছিল তখন। সেই সঙ্গে সকলের দাড়ি পুরো কামানো থাকত অর্থাৎ 'ক্লিন শেভেন'।
ছবিতে কমেন্ট করেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। লেখেন, 'কী মিষ্টি লাগছে সবাইকে'। ছবিতে একাধিক অনুরাগীরা শুভেচ্ছা জানান।
আরও পড়ুন: Koushani Mukherjee: কৌশানির পরিবারে নতুন সদস্য, আলাপ করালেন অভিনেত্রী