মুম্বই : গুলশন গ্রোভার (Gulshan Grover)। নামটা শুনলেই যেন মনে হয়, চোখের সামনে এক ভয়ঙ্কর খলনায়ক দাঁড়িয়ে রয়েছেন, তাই না? আপনি যদি সিনেমাপ্রেমী মানুষ হন, তাহলে গুলশন গ্রোভার সম্পর্কে এটা অবশ্যই মানবেন যে বলিউডে (Bollywood) খলনায়কের চরিত্রে অভিনয় করার জন্য অনেক মানুষ এসেছেন। কিন্তু, গুলশন গ্রোভার অবশ্যই তাঁদের মধ্যে অন্যতম সেরা। আর অন্যতম সেরা না হলে কি কোনও মানুষ ৪০০ ছবিতে অভিনয় করতে পারেন! অবশ্য গুলশন গ্রোভার সব ছবিতেই ভিলেনের চরিত্রে অভিনয় করেননি। চরিত্রাভিনেতা হিসেবে তাঁকে প্রচুর ছবিতে দেখা গিয়েছে। কিন্তু মানুষের কাছে তিনি পর্দায় একেবারে পারফেক্ট ভিলেন হিসেবেই রয়ে গিয়েছেন। একবার গুলশন গ্রোভার একটি সাক্ষাৎকারে বলেওছেন যে, তাঁর পরে আর বলিউডে সেভাবে কোনও ভিলেনের অভিনয় করার মতো কেউ উঠে আসেননি। 


ভাবছেন এত গুলশন গ্রোভারের গুণগান করা হচ্ছে কেন হঠাত? তাঁর কারণ, আজকের দিনটা ২১ সেপ্টেম্বর। হ্যাঁ, আজই তো গুলশন গ্রোভারের জন্মদিন (Gulshan Grover Birthday)। দেখতে-দেখতে ৬৫ বছরে পা দিলেন বলিউডের পর্দার এই ভিলেন। আজ তাঁর জন্মদিনে দেখে নিন কোন পাঁচটা ছবিতে সবথেকে ভয়ঙ্কর ভিলেনের অভিনয় করেছিলেন গুলশন গ্রোভার। 


আরও পড়ুন - Bhumi Pednekar Update: একটা সুস্থ এবং সুন্দর সম্পর্ক কীভাবে শুরু হয়? জানাচ্ছেন ভূমি পেড়নেকর


১) অভতার - এই ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৮৩ সালে। এই ছবিতে মানুষ তাঁকে দেখছিলেন রাজেশ খন্নার ছেলের চরিত্রে। কেরিয়ারের শুরুর দিকেই গুলশন এই চরিত্রে অভিনয় করে বুঝিয়ে দিয়েছিলেন যে, তিনি অনেকদিন মানুষের মনোরঞ্জনের জন্য আসছেন। 


২) রাম লক্ষ্মণ - অনিল কপূর এবং জ্যাকি শ্রফের 'রাম লক্ষ্মণ' মুক্তি পেয়েছিল ১৯৮৯ সালে। এই ছবিতে অভিনয়ের জন্যই বলিউডে ভিলেন হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এর পর তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। 


আরও পড়ুন - Shilpa Shetty Update: রাজ কুন্দ্রা জামিন পেতেই সোশ্যাল মিডিয়ায় কী পোস্ট করলেন শিল্পা শেট্টি?


৩) অঙ্গারে - ১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল 'অঙ্গারে' ছবিটি। এই ছবিতে পুলিশের ভূমিকায় অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। আর ভিলন মানে লালা রোশনলালের চরিত্রে অভিনয় করেছিলেন গুলশন গ্রোভার। বলাইবাহুল্য, এই ছবিতে গুলশন পর্দার নায়ককেও ছাপিয়ে গিয়েছিলেন নিজের অভিনয় দিয়ে। 


৪) হেরা ফেরি - ২০০০ সালে মুক্তি পায় 'হেরা ফেরি'। যদিও মানুষের মনে হেরা ফেরি গেঁথে রয়েছে এক দুর্দান্ত কমেডি ফিল্ম হিসেবেই। কিন্তু, এরকম দমফাটানো হাসির ছবিতেও মানুষের মনে গেঁথে রয়েছে তাঁরই বলা ডায়লগ, 'কবীরা স্পিকিং'। একটা কমেডি ছবির অন্যতম জনপ্রিয় ডায়লগ যদি কোনও ভিলেনের মুখ থেকে বেরোনো হয়, বলার অপেক্ষা রাখে না যে, গুলশন গ্রোভার এই ছবিতে কেমন অভিনয় করেছিলেন। 


৫) গ্যাংস্টার - 'গ্যাংস্টার' ছবিটি মুক্তি পায় ২০০৬ সালে। এই ছবিতে তিনি গ্যাংস্টারদের বসের চরিত্রে অভিনয় করেছিলেন। গত শতাব্দীর আটের এবং নয়ের দশকে অভিনয় করা গুলশন গ্রোভার ২০০৬-তেও বুঝিয়ে দিয়েছিলেন যে, বলিউডের ছবিতে যতদিন কোনও ভিলেন থাকবে, মানুষ ঠিক তাঁর কথা মনে রাখবে। আজ নিজের ৬৫ তম জন্মদিনে সেই কথাও যেন সত্যি করলেন গুলশন গ্রোভার।