নয়াদিল্লি: আর জল্পনা রইল না। 'ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে'জ (Flipkart Big Billion Days)-এর দিন ঘোষণা করল কোম্পানি। অক্টোবরে টানা ৬দিন চলবে এই মেগা সেল।  


Flipkart Big Billion Days কবে থেকে শুরু সেল ?
আগে বিভিন্ন টেক সাইটের রিপোর্ট অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর থেকে এই সেল শুরু হওয়ার জল্পনা চলছিল। যদিও মঙ্গলবার সেই জল্পনায় জল ঢালে খোদ ই-কমার্স সাইট Flipkart। সংস্থার তরফে বিজ্ঞাপনেই জানিয়ে দেওয়া হয়, আগামী ৭ অক্টোবর থেকে আসতে চলেছে ফ্লিপকার্টের বিল বিলিয়ন ডে সেল (Flipkart Big Billion Days)। টানা ৬দিন ১২ অক্টোবর পর্যন্ত চলবে এই অফারের মেলা। যেখানে স্মার্টফোন, ইলেকট্রনিক্স, পোশাক ছাড়াও থাকবে বিপুল কেনাকাটার সম্ভার। ইতিমধ্যেই সেলের বিজ্ঞাপন শুরু করেছে কোম্পানি। যেখানে বিল বিলিয়ন ডে-র পোস্টারে দেখা যাচ্ছে, অমিতাভ বচ্চন, বিরাট কোহলি, রণবীর কাপুর ও আলিয়া ভট্টকে। 


কোন দিন কী ফোন লঞ্চ ?
ই-কমার্স প্লাটফর্ম নিয়ে একটি সাইট জানিয়েছে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত বিশাল সেলের আয়োজন করতে চলেছে ফ্লিপকার্ট (Flipkart)। যেখানে ৬টি নতুন কোম্পানি তাদের ফোন লঞ্চ করবে।এই তালিকায় নাম রয়েছে Motorola, Oppo, Poco, Realme, Samsung ও Vivo-র। এর মধ্যে ২৪ সেপ্টেম্বর ফ্লিপকার্টে লঞ্চ হতে চলেছে Realme Narzo 50 series। ২৭ সেপ্টেম্বর ফোন লঞ্চ করতে চলেছে Vivo। শোনা যাচ্ছে , ২৮ তারিখ ফ্লিপকার্টে তাদের ফোন আনছে স্যামসাং। তবে 
এদিনই অ্যামাজনে Galaxy M52 5G আনার কথা দক্ষিণ কোরিয়ার কোম্পানির। এরপরই লাইন দিয়ে রয়েছে পোকো, ভিভো। ১ অক্টোবর এই ই-কমার্স সাইটে ফোন লঞ্চ করতে চলেছে মোটোরোলা।


Flipkart Big Billion Days-এ কত শতাংশ ছাড় ?
মোবাইল, ইলেকট্রনিক্স, হেলথকেয়ার ডিভাইস, ল্যাপটপ, স্মার্টওয়াচ, পাওয়ার ব্যাঙ্কে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ের বিষয়ে 'টিজ' করেছে Flipkart। এ ছাড়াও টেলিভিশন ও অন্যান্য ইলেকট্রিক্যাল জিনিসেও ৮০ শতাংশ ছাড়ের প্রস্তুতি নিচ্ছে এই অনলাইন জায়ান্ট। জামা-কাপড়ের ক্ষেত্রে ৬০-৮০ শতাংশ ছাড় দিতে চলেছে কোম্পানি। 


ঘর ও রান্নার জিনিসপত্র শুরু হচ্ছে ৯৯টাকা থেকে। সাজার জিনিস, খেলনা ও মেক আপের সরঞ্জামও পাওয়া যাবে অবিশ্বাস্য দামে। সেই ক্ষেত্রে ন্যূনতম এইসব প্রোডাক্টের দাম হবে ৯৯টাকা। আসবাবপত্র ও ম্যাট্রেস পাওয়া যাবে ৮৫ শতাংশ পর্যন্ত ছাড়ে। ইতিমধ্যেই ছাড়ের বিষয়ে বেশকিছু তথ্য সামনে আসছে। যেখানে জানা যাচ্ছে, সব ধরনের জিনিসেই ৭০ শতাংশ ছাড় দেবে ফ্লিপকার্ট।তবে একই ধরনের একাধিক প্রোডাক্ট কিনলে আরও ১০ শতাংশ ছাড় দেওয়া হবে।পুজোর মরশুমে ইতিমধ্যেই কোম্পানির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে বেশকিছু কোম্পানি। 


আরও পড়ুন : Amazon Great Indian Sale: Flipkart-এর 'বিগ বিলিয়ন ডে'-র পাল্টা সেল আনছে Amazon, কত শতাংশ পর্যন্ত ছাড় ?


আরও পড়ুন : TVS Raider 125 launch: Honda ও HERO-র সঙ্গে হবে লড়াই, বাজারে এল TVS Raider 125


আরও পড়ুন : MG Astor India: Creta-Seltos-এর সঙ্গে লড়াই ! সামনে এল MG Astor SUV


আরও পড়ুন : Harley-Davidson Electric Cycle: ইলেকট্রিক বাইসাইকেল আনছে Harley-Davidson, বছর শেষে বিক্রি শুরু