মুম্বই: আজ জন্মদিন বলিউড অভিনেত্রী প্রাচী দেশাইয়ের (Prachi Desai)। ছোট পর্দা থেকে উঠে আসা এই অভিনেত্রী বলিউডে বহু ছবিতে অভিনয় করে না থাকলেও, যে ছবিগুলিতে অভিনয় করেছেন, নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখে গিয়েছেন।


গুজরাটের সুরাটে জন্ম অভিনেত্রী প্রাচী দেশাইয়ের। ২০০৬ সালে একতা কপূরের টেলিভিশন ধারাবাহিক 'কসম সে'-তে অভিনয়ের সুযোগ পান। যেখানে তিনি অভিনয় করেন জনপ্রিয় অভিনেতা রাম কপূরের বিপরীতে। 'কসম সে'তে প্রাচী দেশাইয়ের অভিনয় দক্ষতা জিতে নিয়েচিল একাধিক পুরস্কার। ইন্ডিয়ান টেলি অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাকট্রেসের পুরস্কার পান তিনি। ছোট পর্দা থেকেই জনপ্রিয়তা শুরু হয় তাঁর। পরবর্তীকালে ২০০৮ সালে 'রক অন' ছবি দিয়ে বলিউডে বড় পর্দায় আত্মপ্রকাশ হয় তাঁর। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। 'লাইফ পার্টনার', 'ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বই', 'তেরি মেরি কাহানি', 'বোল বচ্চন', 'এক ভিলেন', 'আজহার' এবং আরও অনেক ছবিতেই প্রাচী দেশাইয়ের অভিনয় দেখেছে দর্শক। 


আরও পড়ুন - Celebrities Update: সেফ আলি খানের সম্পর্ক কতটা গভীর? জানালেন অর্জুন কপূর


আজ জন্মদিনে প্রাচী দেশাইয়ের ছবির যে গানগুলো দর্শকদের মুখে মুখে ফেরে দেখে নিন তার কয়েকটা-
১. 'ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বই' ছবির জনপ্রিয় গান 'পি লুঁ'। গানটিতে ছবির আর এক অভিনেতা ইমরান হাশমির সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। ছবির অন্যান্য গানের মধ্যে এটিও অন্যতম জনপ্রিয় গান।



২. আজহার ছবিতে ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিনের প্রথম স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন প্রাচী দেশাই। এই ছবিরই গান 'তু হি না জানে'। গানটিতে সুর দিয়েছেন অমল মালিক। এবং গানটি গেয়েছেন সোনু নিগম। 'আজহার' ছবির এই গান দর্শকদের অত্যন্ত পছন্দের।



আরও পড়ুন - Bollywood Celebrities Update: উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কের কথা কেন প্রকাশ্যে কখনও বলেননি? অবশেষে মুখ খুললেন নার্গিস ফকরি


৩. 'আজহার' ছবিরই আর একটি গান 'ইতনি সি বাত'। সুরকার প্রীতম এবং গায়ক অরিজিত সিংহের যুগলবন্দিতে এই গান হয়ে উঠেছে আরও মন ভোলানো। সঙ্গে গানের দৃশ্যে ইমরান হাশমি এবং প্রাচী দেশাই।



৪. 'এক ভিলেন' ছবির গান 'আওয়ারি'তে মিষ্টি মেয়ের চরিত্র থেকে বেরিয়ে এসে বোল্ড লুকে ধরা দেন প্রাচী দেশাই। গানটিতে অভিনেত্রীর লুক এবং অ্যাপিয়ারেন্স রীতিমতো দর্শকদের চমকে দেয়।