কলকাতা:  আজই বড়পর্দায় মুক্তি পেয়েছে হরনাথ চক্রবর্তীর (Haranath Chakraborty) ছবি 'ওহ লাভলি'। রাজনীতিক মদন মিত্র গানের লাইনের নিয়ে তৈরি এই ছবিটি একটি সম্পূর্ণ পারিবারিক ছবি। আর এই ছবির হাত ধরে খাতায়কলমে বিনোদনের রঙিন দুনিয়ায় পদার্পণ ঘটল কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের (Madan Mitra)।  ছবি সম্পর্কে কথা বলতে গিয়ে পরিচালক বলেন, 'মদন মিত্র (Madan Mitra) থাকলেও এই ছবিতে কোনও রাজনীতির ছোঁয়া নেই। এটি একটি মিউজিক্য়াল লাভস্টোরি (Musical Lovestory)।'


মদন মিত্রর (Madan Mitra) 'ওহ লাভলি' গানের কথা কীভাবে মাথায় এল পরিচালকের? উত্তরে হরনাথ চক্রবর্তী বলেন, ' এই ছবির একটি গানের শ্য়ুটিং-এর সময়ই মাথায় আসে যে মদনদা যখন ছবিতে আছে, তখন ওঁর গানটাও রাখা যায়। পরবর্তী সময়ে মদনদার (Madan Mitra) গলায় গানটি রেকর্ড করা হয় ও দর্শক এটির ভূয়সী প্রশংসা করেন।'


পাশাপাশি তিনি আরও জানান, 'এই ছবিতে প্রেমের গল্প দেখানো হলেও ছবির শেষে রয়েছে বিশেষ ট্য়ুইস্ট। ছবির প্রত্য়েকটি গান ইতিমধ্য়েই পছন্দ করেছে দর্শক। তাই আমার ধারণা সব ধরণের দর্শকেরই এই ছবি ভাল লাগবে।'


আরও পড়ুন...


শহরে মৃত্যু ৩৫ বছরের ডেঙ্গি আক্রান্তের, ফের চোখ রাঙাচ্ছে মশাবাহিত রোগ


উল্লেখ্য়,  এই ছবির প্রচারে এবিপি আনন্দর স্টুডিওয় এসে মদন মিত্র বলেছিলেন, "আমাদের ছবিটি মানুষের জন্য়। বাংলার মাটি, বাংলার কথা নিয়ে। চোখের বালি, ব্যোমকেশ, শেষের কবিতা, এমন অনেক বই নিয়ে ছবি তৈরি হয়েছে। কিন্তু কোনও গানের লাইন নিয়ে পৃথিবীর কোথাও কোনও ছবি হয়েছে বলে জানা নেই আমার জানা নেই। তাই ছবির প্রচারটা যদি আমরা বজায় রাখতে পারি, তাহলে আমার ধারণা দর্শক ওই দিন নিশ্চিত ভাবেই হলে যাবেন।"


'ওহ লাভলি' ছবিতে লাবণী সরকার, খরাজ মুখোপাধ্যায়ের পাশে, পেশাদার অভিনেতার মতোই মদন মিত্র কাজ করেছেন বলে জানিয়েছেন পরিচালক। এর পাশাপাশি মদন মিত্র জানিয়েছিলেন, নিজের দল তো বটেই, প্রতিপক্ষ শিবিরের রাজনীতিকদের কাছ থেকেও প্রশংসা পেয়েছেন তিনি। ছবিটি পছন্দ হয়েছে সকলের। ছবির প্রদর্শনেও অনেককে দেখা যেতে পারে বলে জানিয়েছেন তিনি।


তবে দর্শকের এই ছবি কেমন লাগে এখন অপেক্ষা সেটাই দেখার।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial