ধরা পড়ল ক্যামেরায়, এলি অ্যাব্রামকে নিয়ে সেলুনে এলেন হার্দিক পান্ড্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Mar 2018 09:38 PM (IST)
1
সোজা গাড়িতে গিয়ে বসেন এলি। ক্যামেরার নজর এড়ানোর চেষ্টা করলেন তিনি। (Photos: Manav Mangalani)
2
হার্দিককে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গেলেও এলি তা করেননি।
3
গতকাল হার্দিক ও এলিকে মুম্বইয়ের বান্দ্রায় এক জনপ্রিয় সেলুনে একসঙ্গে পৌঁছতে দেখা গেল। সেখানে রাত প্রায় সাড়ে আটটা নাগাদ পৌঁছন তাঁরা।
4
কিছুদিন ধরেই দুজনের সম্পর্ক নিয়ে চর্চা চলছে। এখন হার্দিক ও এলিকে একসঙ্গে দেখাও যাচ্ছে।
5
বলিউডের অলিগলিতে সম্প্রতি দুই তারকারসম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। এই দুই তারকা হলেন অভিনেত্রী এলি অ্যাব্রাম এবং ক্রিকেটার হার্দিক পান্ড্য।