ইন্সটাগ্রামে ফের খোলামেলা ছবি পোস্ট করে শোরগোল ফেললেন বিহারের এই মডেল কন্যা
ফ্যাশন দুনিয়ার সঙ্গে যুক্ত প্রণিতি। এই নিয়ে পড়াশোনাও করেছেন তিনি। এই ছবিগুলি ইন্সটাগ্রাম থেকে নেওয়া হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইন্সটাগ্রামে নিজের বিকিনি পরিহিত ছবিও তিনি শেয়ার করেছেন।
পরের বছর এমটিভি-র সৌজন্যে আয়োজিত 'ইন্ডিয়াজ নেক্সট টপ মডেল' সিজন ২-তে জয়ী হয়েছিলেন প্রণিতি।
'ইন্ডিয়াজ নেক্সট টপ মডেল' সিজন ২-র সময়ের এই ছবি।
'মিস ইন্ডিয়া ২০১৫'-র ফাইনালিস্ট ছিলেন প্রণিতি।
প্রণিতি এমটিভি-র শোয়ের মাধ্যমে প্রচারে আলোয় আসেন। যোগ, আঁকা ও বেড়ানো-তাঁর পছন্দের বিষয়।
এ ধরনের ছবি এই প্রথমবার নয়, এর আগেও বোল্ড ফটোশ্যুট করে তাক লাগিয়ে দিয়েছেন প্রণিতি।
মডেলিং জগতে তিনি খুবই জনপ্রিয়।
সম্প্রতি ইন্সটাগ্রামে নিজের কয়েকটি ছবি পোস্ট করেছেন প্রণিতি। একেবারে খোলামেলা এই ছবিতে শিহরণ তুলেছেন তিনি।
প্রণিতি শুধু মডেলই নন, অভিনেত্রীও। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে এখন শোরগোল ফেলেছেন তিনি।
আসলে এই ছবি বিহারের মডেল প্রণিতি রয় প্রকাশ।
ছবিতে যাঁকে দেখা যাচ্ছে, তাঁর পরিচয় জানেন?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -