মুম্বই: জমকালো আয়োজন, ব্যবসা থেকে ক্রীড়া, বিনোদন বিভিন্ন ক্ষেত্রের একগুচ্ছ তারকারা এক ছাদের তলায়। উপলক্ষ্য অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিবাহ অনুষ্ঠান (Anant Radhika Wedding)।


মহেন্দ্র সিংহ ধোনি, সঞ্জয় দত্ত, জন সিনার মতো তারকাদের আগেই হাজির হয়েছিলেন। এবার মুম্বইয়ে অম্বানি পরিবারের ছোটছেলের বিয়েতে সাক্ষী থাকতে পৌঁছে গেলেন ভারতীয় বিশ্বজয়ী দলের সহ-অধিনায়ক হার্দিক পাণ্ড্যও (Hardik Pandya)। সাদা রঙের জ্যাকেট, গলায় পান্নার নেকলেস পরে বিবাহ বাসরে এন্ট্রি নিলেন হার্দিক। তবে স্ত্রী নাতাশা স্ত্যাঙ্কোভিচ বা পুত্র অগস্ত্য ছাড়া, একাই তিনি অনন্ত-রাধিকার বিবাহ বাসরে হাজির হয়েছেন। এমনিই তুঙ্গে বিবাহ বিচ্ছেদের জল্পনা, তার মাঝে শুক্রবার বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সের (BKC) জিও কনভেনশন সেন্টারে অনন্তের বিয়েতে একক এন্ট্রিতে তাঁর বিবাহ বিচ্ছেদের জল্পনা যে আরও বাড়ল, তা বলাই বাহুল্য।


এই জল্পনা-কল্পনার মাঝেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হার্দিক-ঘরণীর এক পোস্ট ভাইরাল হয়েছে। নাতাশাকে বলতে শোনা যায় যে মানুষজন গোটা বিষয়টা না জেনেই খুব দ্রুত নিজেদের মনগড়া কাহিনি তৈরি করে ফেলে। নাতাশা বলেন, 'আমরা কী দ্রুত অপরদের বিষয়ে এক ভ্রান্ত ধারণা তৈরি করে ফেলি না? লোকের কোনও বিষয়ে ভুল বুঝতে সময় লাগে না। সেই বিষয়ে তাদের কোনওরকম ধারণা থাকুক বা না থাকুক, তারা ট্রোল করতে ঝাঁপিয়ে পড়ে। আমরা ঠিক, ভুল, সত্যি, মিথ্যা বিচার বিবেচনা না করেই নিজেদের ধারণা তৈরি করে ফেলি। এত দ্রুত কোনও ধারণা তৈরি করা উচিত নয়।'


 






নাতাশা তাঁর এবং হার্দিকের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের পরিপ্রেক্ষিতেই এই কথা বলেছেন কি না, সেই নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাবে না। তবে ইঙ্গিত কিন্ত তেমনই। এই নিয়ে জল্পনা যে চলছেই তা বলাই বাহুল্য। তবে হার্দিক বা নাতাশা, সরাসরি নিজের বিবাহবিচ্ছেদ বা সম্পর্ক নিয়ে আপাতত দুইজনের কেউই মুখ খোলেননি। তাই দিন দিন গোটা বিষয় নিয়ে জল্পনা বাড়ছেই।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: বাবা-মায়ের সঙ্গে বিয়ের আসরে অনন্ত, রাত ৮টায় হবে মালাবদল