ঊর্বশী রউতেলাকে উপহার হার্দিকের? দুজনের সম্পর্ক নিয়ে ফের শুরু জল্পনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Nov 2019 12:37 AM (IST)
ভারতের ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ড্য বলিউড অভিনেত্রী ঊর্বশী রউতেলাকে তাঁর সিনেমা পাগলপন্তী-র জন্য শুভেচ্ছা জানিয়েছেন। এজন্য হার্দিক ঊর্বশীকে একটি কুকুর ছানা উপহার দিয়েছেন বলে খবর। পরিবারে নতুন এই আগন্তুকের একটি ছবি ঊর্বশী তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন।
মুম্বই: ভারতের ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ড্য বলিউড অভিনেত্রী ঊর্বশী রউতেলাকে তাঁর সিনেমা পাগলপন্তী-র জন্য শুভেচ্ছা জানিয়েছেন। এজন্য হার্দিক ঊর্বশীকে একটি কুকুর ছানা উপহার দিয়েছেন বলে জল্পনা ছড়িয়েছে। পরিবারে নতুন আগন্তুকের একটি ছবি ঊর্বশী তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। ঊর্বশী যদিও স্পষ্ট করেননি যে, তাঁকে এই কুকুরছানা কেউ উপহার হিসেবে দিয়েছেন কিনা। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, হার্দিকই ঊর্বশীকে এই উপহার দিয়েছেন। সূত্র উল্লেখ করে জানানো হয়েছে, জীবজন্তু পোষার শখ রয়েছে ঊর্বশীর। এটা জেনেই হার্দিক তাঁকে এই উপহার দিয়েছেন। হার্দিক ও ঊর্বশীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখলে বোঝা যাবে যে, দুটি ছবিতেই একই ধরনের কুকুর ছানা দেখা গিয়েছে। কাজেই দুয়ে দুয়ে চার করতে দেরি হয়নি। মনে করা হচ্ছে, হার্দিকই ঊর্বশীকে কুকুর ছানাটি দিয়েছেন। ২০১৮-তে হার্দিক ও উর্বশীর সম্পর্ক নিয়ে জল্পনা ছড়িয়েছিল। সাম্প্রতিক খবরে এই জল্পনা ফের উস্কে দিয়েছে। উল্লেখ্য, পাগলপন্তী একটিকমেডি সিনেমা। গত শুক্রবার এই সিনেমা মুক্তি পেয়েছে। জন আব্রাহাম,আরশাদ ওয়ারশি, পুলকিত সম্রাট, কৃতি খরবান্দাও এই সিনেমায় অভিনয় করেছেন।