ব্রিসবেন: আইসিসি-র টেস্ট ব্যাটসম্যানদের ক্রমতালিকায় এখন পয়লা নম্বরে। সেই স্টিভ স্মিথ পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার চলতি সিরিজের প্রথম টেস্টে ব্যাট হাতে সফল হননি। স্মিথ বলেছেন, সেঞ্চুরি করলে নিজের ওপর খুবই সন্তুষ্ট থাকেন তিনি। একইসঙ্গে স্কোরার কাজ না বাড়িয়ে অল্পরানে ফিরলে নিজের ত্রুটি খোঁজার চেষ্টায় খামতি থাকে না তাঁর।
গাব্বায় প্রথম টেস্টের শেষে গত রবিবার টিম বাস মিস করেন স্মিথ। আর এরপর স্টেডিয়াম থেকে দৌড়ে টিম হোটেলে আসেন তিনি। ওই ম্যাচে ব্যাটিংয়ে ব্যর্থতার জন্য এভাবেই নিজেকে সাজা দিলেন তিনি। প্রথম টেস্টে রান না পাওয়ায় তিন কিলোমিটার দৌড়লেন এই তারকা ব্যাটসম্যান।
স্মিথ বলেছেন, বড় রান করলে যেমন নিজেকে নিজেই বাহবা দেন, তেমনি রান না পেলে নিজেকেই সাজা দেন তিনি।
অজি দলের প্রাক্তন অধিনায়ক বলেছেন, সেজন্যই রান না পেলে আমি দৌড়ই বা জিমে যাই বা নিজেকে সাজা দিতে অন্য কিছু করি।
ব্রিসবেনে অস্ট্রেলিয়া একটি ইনিংসেই ব্যাট করেছে। ওই ইনিংসে ইয়াসির শাহর বলে ৪ রান করে আউট হন স্মিথ। তিনি রান না পেলেও অস্ট্রেলিয়া ডেভিড ওয়ার্নার ও মারনাস লাবুশানের জোড়া শতরানে ভর করে ৫৮০ রানের বিশাল স্কোর করে।
ওই ইনিংসে ব্যর্থ হওয়ায় ভারতের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের ক্রমতালিকায় পয়েন্টের ব্যবধান কমেছে। বাংলাদেশের বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজের দ্বিতীয় তথা দিন-রাতের গোলাপি বলের টেস্টে শতরান করেছেন কোহলি। স্মিথের সঙ্গে কোহলির পয়েন্টের ব্যবধান ২৫ থেকে কমে হয়েছে ৩।
পাক লেগ স্পিনার ইয়াসির শাহ তাঁকে টেস্টে ১১ ইনিংসে সাতবার আউট করেছেন। ইয়াসিরের বিরুদ্ধে এই সাধারণ মানের রেকর্ড নিয়ে একেবারেই তিনি চিন্তিত নন বলে জানিয়েছেন স্মিথ। বলেছেন, এর আগে তিনি যতবার ইয়াসিরের বলে আউট হয়েছেন, তখন কিছু রান করেছিলেন। আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে গিয়ে আউট হয়েছেন। তাই বিষয়টি নিয়ে আদৌ উদ্বিগ্ন নন।
তাঁকে আউট করার পর ইয়াসির সাতটি আঙুল দেখিয়ে ইঙ্গিত করেছিলেন। এ ব্যাপারে স্মিথ বলেছেন, এই বিষয়টি তাঁকে বাড়তি মোটিভেশন যোগাবে। ইয়াসিরের বিরুদ্ধে খেলায় আরও শৃঙ্খলা দেখাবেন তিনি।