নয়াদিল্লি: নদিয়ার রানাঘাট রেল স্টেশনে বসে লতা মঙ্গেশকরের গান গাওয়ার ভিডিও-র দৌলতে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি পরিচিত হয়ে উঠেছিলেন রানু মন্ডল। তাঁর গান এতটাই পছন্দ হয় যে, সেই ভিডিও দ্রুত সোশ্যাল ছড়িয়ে পড়েছিল। আর এর সূত্রেই পৌঁছে গিয়েছেন বলিউডেও। হিমেশ রোশমিয়া রানু মন্ডলের কন্ঠে মুগ্ধ হয়ে তাঁর সিনেমায় গান গাইবার সুযোগ দেন। এবার রানু মন্ডলের মতো দেখতে এক মহিলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ নজর কেড়েছে। এই ভিডিওতে ওই মহিলাকে রানু মন্ডলের 'তেরি মেরি কহানি' গান গাইতে শোনা গিয়েছে। আর ওই মহিলার ভিডিও রানু মন্ডলের ফ্যান ক্লাব তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছে। ভিডিও শেয়ার করে রানু মন্ডলের ফ্যান ক্লাব ওই মহিলাকে 'রানু মন্ডল ২.০' বলে উল্লেখ করেছে।
যদিও ভিডিওতে দেখা গিয়েছে যে, ওই মহিলার গান গাওয়ার দক্ষতা বিশেষ কিছু নয়। কিন্তু ওই মহিলা রানু মন্ডলের মতো দেখতে হওয়ায় ওই জায়গায় যাঁরা ছিলেন, তাঁরা এই ভিডিও তৈরি করেছেন।