মুম্বই: চলতি বছরই মা হয়েছেন বলিউডের দুই অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) এবং বিপাশা বসু (Bipasha Basu)। দুই তারকার জীবনেই এসেছে কন্যা সন্তান। প্রিয়ঙ্কা চোপড়া মা হয়েছেন চলতি বছরের একেবারে শুরুতে সারোগেসির মাধ্যমে। অন্য়দিকে, সদ্য়ই মা হয়েছেন বিপাশা। আর এবার সন্তান এল তাঁদের প্রাক্তন প্রেমিকের জীবনেও। বাবা হলেন বলিউড অভিনেতা হরমন বাওয়েজা (Harman Baweja)।


বাবা হলেন হরমন বাওয়েজা-


গত বছর বিয়ের পিঁড়িতে বসেন বলিউড অভিনেতা হরমন বাওয়েজা। পুষ্টিবিদ সাসা রামচন্দানির সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন ২০২১-এর মার্চে। বিয়ের দেড় বছরের মাথায় তাঁদের সংসারে নতুন অতিথি এল। জানা গিয়েছে, পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সাসা। যদিও এখনও পর্যন্ত অফিশিয়ালি কোনও খবর জানানো হয়নি অভিনেতার পক্ষ থেকে। 


চলতি বছর জুলাইয়ে খবর পাওয়া যায় যে, হরমন বাওয়েজা এবং তাঁর স্ত্রী সাসা রামচন্দানির সংসারে নতুন অতিথি আসতে চলেছে। যেহেতু দুজনেই সোশ্যাল মিডিয়া হ্য়ান্ডলে একেবারেই সক্রিয় থাকেন না, কিংবা সংবাদমাধ্যমের সঙ্গেও খুব কমই কথা বলেন, তাই খবর সঠিক কিনা তা জানা যায়নি। তাঁরা অফিশিয়ালি সেকথা জানাননি। প্রসঙ্গত, ঘনিষ্ঠ ব্যক্তি, বন্ধু, পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিবাহ সারেন তাঁরা। চণ্ডীগড়ে বসেছিল তাঁদের বিয়ের আসর। 


আরও পড়ুন - Sunny Leone: কখনও ভারতে আসবেন না! কেন এমন ভেবেছিলেন সানি লিওনি?


২০০৮ সালে প্রিয়ঙ্কা চোপড়ার বিপরীতে 'লভ স্টোরি ২০৫০' ছবি দিয়ে বলিউডে পা রাখেন হরমন বাওয়েজা। সেই সময়ই দুই তারকার মধ্যে সম্পর্ক গড়ে ওঠে বলে শোনা যায়। প্রিয়ঙ্কার সঙ্গে সম্পর্ক ভাঙার পর বিপাশা বসুর সঙ্গে সম্পর্ক তৈরি হয় অভিনেতার। ২০১৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়।



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">