ভিডিও চলাকালীন কেউ একজন মোবাইলটি দিয়ে দেওয়ার জন্য তাড়া দিচ্ছিলেন একাধিকবার। তাঁর কাছেও একটু অপেক্ষা করার অনুরোধ জানান সমীর। বলতে থাকেন রেকর্ডিং হয়ে গেলেই মোবাইল দিয়ে দেবেন। কারমোবাইলে ভিডিওটি তিনি রেকর্ড করছিলেন, কোথায় বসে রেকর্ডিং করা হয়েছিল, কেই বা তাঁকে তাড়া দিচ্ছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
সম্প্রতি বাড়ির রান্নাঘর থেকে উদ্ধার হয় অভিনেতার দেহ। ময়নাতদন্তের রিপোর্ট এখনও আসেনি। চলছে কাটাছেঁড়া। কেন হারিয়ে গেলেন চিরতরে? আর্থিক অনটন, মানসিক চাপ নাকি হতাশা? নাকি সম্পর্কজনিত কোনও কারণ? প্রথম যখন সমীরের খবর পেয়েছিলেন, তখন বিশ্বাসই করতে পারেননি। ভেবেছিলেন ভুয়ো খবর।বলছিলেন তাঁর সহ-অভিনেত্রী পূজা যোশী। সমীরের মতো একজন মানুষ এ কাজ করতে পারে না বলেই মনে করেন পূজা।
সমীর বরাবরই চাপা স্বভাবের। কবিতা লিখতেন। হয়তো গুমরোতে গুমরোতে ‘ইয়ে রিস্তে হ্যায় প্যায়ার কে’-র অভিনেতা সমীর শর্মা জীবনের সঙ্গে সব ‘রিস্তে’ ছিন্ন করে দিলেন।
আত্মঘাতী হয়েছেন 'কিউ কি সাঁস ভি কভু বহু থি'-র অভিনেতা সমীর শর্মা। অভিনেতার শেষ ভিডিও সোশ্যাল মি়ডিয়ায় সামনে এসেছে. ।