কলকাতা: ঘোষণা হয়েছিল গত শীতের ছুটিতেই। পর্দায় ফেলুদাকে নিয়ে ফিরছেন সন্দীপ রায় (Sandip Roy)। তবে সেই সময় প্রকাশ করা হয়নি ছবি মুক্তির দিন। আজ প্রযোজনা সংস্থা এসভিএফের তরফ থেকে ঘোষণা করা হল, ফেলুদা মুক্তি পাচ্ছে চলতি বছরের শেষে। সত্যজিৎ রায়ের অন্যতম জনপ্রিয় ফেলুদা গল্প 'হত্যাপুরী' (Hatyapuri) নিয়ে তৈরি হবে এই ছবি। ২৩ ডিসেম্বর বড়পর্দায় আসছে 'হত্যাপুরী'।
পোস্টার মুক্তি পেলেও সেখানে কোনও অভিনেতার ছবি দেখা যায়নি। ফেলুদা হিসেবে সেখানে রয়েছে সত্যজিৎ রায়ের হাতে আঁকা কিংবদন্তি সেই ছবি। তবে পর্দায় ফেলুদা হিসেবে কাকে দেখা যাবে, এ নিয়ে জল্পনার শেষ নেই। প্রথমে শোনা গিয়েছিল, 'ফেলুদা' হিসেবে পর্দায় দেখা যেতে পারে ইন্দ্রনীল সেনগুপ্তকে। কিন্তু আজ, প্রযোজনা সংস্থার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় 'হত্যাপুরী'-র পোস্টার শেয়ার করে নিয়েছেন এক অভিনেতা। তিনি অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya)। ব্যোমকেশের ভূমিকায় ইতিমধ্যেই বেশ জনপ্রিয় মুখ অনির্বাণ। তবে তা বড়পর্দায় নয়, ওটিটিতে। তাহলে কী ওটিটির ব্যোমকেশকেই দেখা যাবে পর্দার ফেলুদা হিসেবে? এনিয়ে মুখে কুলুপ এঁটেছেন সন্দীপ রায় থেকে শুরু করে প্রযোজনা সংস্থাও। অনির্বাণ ভট্টাচার্য্য ও ব্যস্ত ছবির শ্যুটিংয়ে।
সত্যজিৎ রায়ের 'হত্যাপুরী' এমন একটি থ্রিলার যেখানে তিন মূর্তি ফেলুদা, তোপসে, জটায়ুর 'ভেকেশন' ওলটপালট হয়ে যায় যখন তাঁরা সমুদ্র সৈকতে একটি অজ্ঞাত মৃতদেহ দেখতে পান। ফেলুদা সর্বদা অনুসন্ধিৎসু। স্বভাবতই তাঁর দুই সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী - তোপসে এবং জটায়ুর সঙ্গে সত্যের সন্ধান শুরু করেন তিনি। ফেলুদার তদন্তের সূচনার সঙ্গে, এই হত্যাকাণ্ডটি তাঁদের ডি. জি. সেন নামে একজনের কাছে নিয়ে যায়। এই ব্যক্তির বিরল পাণ্ডুলিপি সংগ্রহের প্রতি ঝোঁক দেখা যায়। গল্পটি একটি রহস্যময় মোড় নেয় যখন ডি.জি.-র বিখ্যাত পাণ্ডুলিপিগুলির মধ্যে একটি হারিয়ে যায় এবং একইসঙ্গে পুরীতে আরও একটি মৃতদেহ পাওয়া যায়। অগ্রগতির সঙ্গে সঙ্গে, ফেলুদা, তোপসে এবং জটায়ু ঘটনার গভীরে যান এবং এক গাঢ় সত্যের জাল প্রকাশিত হয়।