বলিউডের ‘কিং অফ লভ’ শাহরুখের পছন্দ কমেডি, অ্যাকশন,সুহানার জন্যেই লভস্টোরি দেখার অভ্যাস তাঁর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Jul 2017 05:17 PM (IST)
মুম্বই: বলিউডে তাঁর অভিনীত একের পর এক রোম্যান্টিক ছবি দর্শকমনে সাড়া জাগালেও, তিনি ব্যক্তিগত ভাবে অ্যাকশন বা কমেডি ভিত্তিক ছবিই বেশি পছন্দ করেন বলে জানিয়েছেন বলিউড বাদশা। তবে মেয়ে সুহানা তাঁকে আসলে অনুপ্রাণিত করেছে লভস্টোরি পড়তে ও দেখতে। অনস্ক্রিনে রাহুল-রাজের মোহে যখন দর্শককূল আচ্ছন্ন, তখন ব্যক্তি জীবনে সেই রাহুল-রাজ প্রেমের ব্যাপারে একটু বেশিই লাজুক। শাহরুখের কথায় ইমতিয়াজ আলি এলং অনুষ্কাই তাঁকে সাহায্য করেছেন, তাঁদের আসন্ন ছবি ‘জব হ্যারি মেট সেজল’-এ অসাধারণ কিছু দৃশ্য তৈরির ব্যাপারে। পেশাদার জীবনে এইরকম কিছু ব্যক্তিত্ব সাহায্য করলেও, ব্যক্তি জীবনে মেয়ে সুহানাই তাঁকে প্রেম সম্পর্কিত বিষয়কে এক অন্য পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করেছেন।