নয়াদিল্লি: বলিউড বাদশা শাহরুখ খান রোম্যান্টিক নায়ক হিসেবেই ভক্তদের কাছে পরিচিত। তবে তাঁর চরিত্রের এক দিক দেখা গেল। বাবা হিসেবে তিনি কতটা স্নেহশীল, সেটা দেখিয়ে দিলেন এই তারকা। সোশ্যাল মিডিয়ায় ছেলে আব্রামের সঙ্গে ছবি দিয়ে অনুরাগীদের কাছে শাহরুখের প্রশ্ন, ‘এর আগে কখনও এরকম জিনগত মিল দেখেছেন?’ এর উত্তরে ‘না’ ছাড়া আর কিছু বলতে পারছেন না শাহরুখের ভক্তরা।
ছোট ছেলে আব্রামের প্রতি শাহরুখের স্নেহ ও ভালবাসা এর আগেও একাধিকবার দেখা গিয়েছে। আইপিএল-এর ম্যাচ চলাকালীন গ্যালারিতে শাহরুখের পাশে দেখা গিয়েছে আব্রামকে। এমনকী, মাঠে মজার ছলে তাঁদের খেলতেও দেখা গিয়েছে। এবার একই ভঙ্গিতে নিজের ও আব্রামের ছবি দিয়ে ছেলের সঙ্গে সাদৃশ্য বুঝিয়ে দিলেন শাহরুখ।
এরকম জিনগত মিল এর আগে দেখেছেন? আব্রামের সঙ্গে ছবি দিয়ে প্রশ্ন শাহরুখের
Web Desk, ABP Ananda
Updated at:
07 Jun 2017 04:56 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -