এই ইউরিপিডিস মেডিয়া নাটকের সঙ্গে তাঁর যোগাযোগ সম্পর্কে হ্যাজেল জানিয়েছেন, ওই ভূমিকার জন্য আমার অডিশন নেওয়া হয় এবং মেডিয়ার ভূমিকায় অভিনয় করতে বলা হয়। কয়েক বছর আগে আমার বয়স যখন ২০-র কোটায় তখন ওই নাটক আমি দেখেছিলাম। তখন আমি ওই চরিত্রে অভিনয়ের কথা ভেবেছিলাম।এখন যখন আমি ৩০-র ঘরে এবং জীবনে অনেক কিছুর মুখোমুখি হয়েছি ও দেখেছি, তখন আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে, ওই চরিত্রের প্রতি সুবিচার করার ক্ষমতা আমার রয়েছে, তা বিশ্বাস করি।
নাটকের মহড়া শুরু হয়ে গিয়েছে। হ্যাজেল বলেছেন, ইরার বয়স কম হলেও চরিত্রগুলির জটিলতা ও তাদের মধ্যে সমীকরণ নিয়ে ওর মনোভাব যথেষ্ট পরিণত। জটিল এই নাটকে একটা তরতাজা ভাব এনেছে ইরা। বিভিন্ন বিষয়ে পৃথক দৃষ্টিভঙ্গীও নিয়ে এসেছি। নিজের সম্পর্কে এবং ও কী চাইছে, সে বিষয়ে ওর স্পষ্ট ধারনা রয়েছে। এটা দারুণ একটা ব্যাপার বলেও মন্তব্য করেছেন ইরা।
ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংহর স্ত্রী হ্যাজেল সলমন খান ও করিনা কপূরের বডিগার্ড সিনেমাতে অভিনয় করেছেন। সলমনের বিগ বস ৭-এও অংশ নিয়েছিলেন তিনি।
সিনেমার পরিবর্তে অভিষেকের মঞ্চ হিসেবে ইরা বেছে নিয়েছেন থিয়েটারকে। এই নতুন ভূমিকায় নিজেকে তিনি কীভাবে মেলে ধরেন সেটাই এখন দেখার।
ইরার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে, নিজের পরিচালনার কাজ পুরোদমে শুরু করেছেন তিনি। আগামী ডিসেম্বরে এর প্রিমিয়ার হওয়ার কথা।
ইরা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেখানে তাঁকে হ্যাজেলকে ‘প্রোপোজ’ করতে দেখা যাচ্ছে ইরাকে। তাঁর হাতে ফুল নয়, রয়েছে চিত্রনাট্য। ক্যাপশনে ইরা লিখেছেন, আর ও হ্যাঁ বলেছে। বন্ধু হিসেবে তোমার সঙ্গে কাজ করাটা দারুণ ব্যাপার। কিন্তু অভিনেতা হিসেবে কাজ করাটা দুর্দান্ত ব্যাপার।