নয়াদিল্লি: রোহিত শর্মা টেস্টে ওপেনার হিসেবে সফল হবেন কি না, সে বিষয়ে প্রাক্তন উইকেটকিপার-ব্যাটসম্যান নয়ন মোঙ্গিয়া সংশয় প্রকাশ করলেও, আশাবাদী ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর। তাঁর বক্তব্য, ‘রোহিতকে কোনও দল থেকেই বাদ দেওয়া যায় না। ও এতটাই ভাল খেলোয়াড়। দলের সবারই এ বিষয়ে একই মত। সীমিত ওভারের ফর্ম্যাটে ও দুর্দান্ত ওপেনার। তাই ওর টেস্টে সফল না হওয়ার কোনও কারণ নেই। ও যদি পরিকল্পনা ঠিকমতো কার্যকর করতে পারে, তাহলে দলের সম্পদ হয়ে উঠবে।’

বর্তমান ভারতীয় দল প্রসঙ্গে রাঠৌর আরও বলেছেন, ‘আমাদের দলে অনেকজন অলরাউন্ডার আছে। এটা আমাদের পক্ষে ভাল বিষয়। তাছাড়া মণীশ পাণ্ডে, শ্রেয়াস আয়ারের মতো তরুণরাও আছে। সবাইকেই সুযোগ কাজে লাগাতে হবে। দল সবার পাশে আছে। তরুণরা নিশ্চয়ই ভাল পারফরম্যান্স দেখাবে।’

ঋষভ পন্থের বিষয়ে ব্যাটিং কোচ বলেছেন, ‘সব তরুণ ক্রিকেটারকেই নির্ভীক ক্রিকেট ও দায়সারা ক্রিকেটের পার্থক্য বুঝতে হবে। দল চায় সবাই ভয় না পেয়ে খেলুক। আমরা চাই ঋষভ সব শট খেলুক। কিন্তু কেউ চায় না কোনও ক্রিকেটার দায়িত্বজ্ঞানহীন ও বেপরোয়াভাবে খেলুক।’