মুম্বই: শাহরুখ খানের ‘ফ্যান’-এর মুক্তির ওপর স্থগিতাদেশের আর্জি নাকচ বম্বে হাইকোর্টে।  ছবিটির বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ এনেছেন লেখক-পরিচালক  মহেশ দোইজোড়। তাঁর দাবি, ১৯৯৪ সালে তিনি একটি স্ক্রিপ্ট লেখেন, যার সঙ্গে মিল রয়েছে ‘ফ্যান’-এর। ১৯৯৭  সালে ‘অভিনেতা’ নামে তিনি ওই স্ক্রিপ্ট ফিল্ম রাইটার্স অ্যাসোসিয়েশনে রেজিস্ট্রিও করেন।

 

মহেশের দাবি, ১৯৯৭-এ তিনি গোটা গল্পটি পরিচালক যশ চোপড়াকে শোনান। তখন দিল তো পাগল হ্যায়-এর শ্যুটিং চলছিল। যশ তাঁকে বলেন, গল্পটা ভালো লেগেছে। ১৯৯৮ সালে শাহরুখকেও তিনি গল্পটা শোনান। মহেশের এও দাবি, যশ তাঁকে পরে এ নিয়ে আদিত্য চোপড়ার সঙ্গে আলোচনা বলতে বলেন। যদিও তা আর হয়ে ওঠেনি। মহেশ বলেন, যদিও ‘ফ্যান’-এর ট্রেলার দেখার পর আমি বুঝতে পারি, আমার লেখা স্ক্রিপ্টের সঙ্গে এর মিল রয়েছে।

মহেশ দাবি করেন, তাঁকে ২৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিন শাহরুখ, যশরাজ ফিল্মস। আর  মামলার শুনানি না হওয়া পর্যন্ত ‘ফ্যান’-এর মুক্তিও স্থগিত রাখা হোক।

যদিও আর্জি খারিজ করে দিয়েছেন বিচারপতি গৌতম প্যাটেল। তিনি অবশ্য দু সপ্তাহের মধ্যে বক্তব্য জানাতে বলেছেন শাহরুখ ও যশরাজ ফিল্মসকে।